শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জালালাবাদের ট্রাস্টি বোর্ডের সভা

সাংগঠনিক সম্পাদক জিল্লুর, কামালীকে আবারো শোকজ

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২৩

সাংগঠনিক সম্পাদক জিল্লুর, কামালীকে আবারো শোকজ

জালালাবাদের ট্রাস্টি বোর্ডের সভা

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বোর্ড অব ট্রাস্টি কার্যকরী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স মামা পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল খান।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত  ছিলেন বোর্ড অফ ট্রাস্টি বদরুন নাহার খান মিতা, সায়দুন নূর, সংগঠনের সহ-সভাপতি মো. লোকমান হোসেন লুকু মো. শফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার দপ্তর সম্পাদক ফয়সাল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, কার্যকরী সদস্য শামীম আহমদ, মোহাম্মদ  দেলোয়ার হোসেন মানিক।

যৌথ সভায় সর্ব সম্মতিক্রমে কমিউনিটি এক্টিভিস্ট রাজনীতিবিদ মো. জিল্লুর রহমান খানকে সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়।  এছাড়া বোর্ড অফ ট্রাস্টির অনুরোধে সর্বসম্মতিক্রমে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক সহ সভাপতি মো. শাহীন কামালীকে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ধারা সুস্পষ্ট লংঘনের দায়ে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

গঠনতন্ত্র সংশোধনী জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তারা হলে আহবায়ক আইন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, সদস্যসহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার দপ্তর সম্পাদক ফয়সাল আলমক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির। এছাড়া আগামী অক্টোবর সংগঠনের যাবতীয় কার্যক্রম নিয়ে একটি সভা আহ্বানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন: