
ফাইল ছবি
বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে নিউইয়র্ক শহরের স্কুলগুলোতে হালাল খাবার নিশ্চিত করা, ঈদসহ ধর্মীয় উৎসবে স্কুল ছুটি ঘোষণাসহ বাঙালি মুসলিম কমিউনিটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দাবি নিয়ে নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে সরাসরি আলোচনা করা হয়েছে। এ বিষয়টিকে দেশের জন্য সম্মানের বলে উল্লেখ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।
মঙ্গলবার এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, গভীর ভালোবাসার ঢেউ যখন সকল সীমানা ছাড়িয়ে যায় তখনই তা চিরন্তন এক অর্থময়তা তৈরি করে, সেখানেই জন্ম নেয় অসাধারণ শক্তি। আজ অসাধারণ এক সাফল্য অর্জনের দিনে আমি ভারাক্রান্ত হয়ে উঠেছি। মনে হয়েছে আমাদের বাংলাদেশি সমাজে এক শিক্ষিত মানুষ, অনেক তরুণ গড়ে উঠেছে কিন্তু দেশের জন্য এতবড় কাজটি কেউ করেনি। এই একটিমাত্র টিম আমি দেখলাম, সত্যিকার অর্থে আমার জাতির জন্য কাজ করছে।
এই আয়োজনে প্রধানত যে বিষয়গুলো সিনেট ও অ্যাসেমব্লিতে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে মুসলিমসহ দক্ষিণ এশিয়ার সকল ধর্মীয় জনগোষ্ঠির প্রধান প্রধান ধর্মীয় উৎসবে স্কুল ছুটি ঘোষণা, পাবলিক স্কুলগুলোতে হালাল খাবারের ব্যবস্থা নিশ্চিত করা, ট্যাক্সি চালকদের নিরাপত্তা বিধান করা, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের মজুরি বাড়ানো, মুসলিম আমেরিকান অ্যাডভাইজারি কাউন্সিল গঠন, বিভিন্ন পেশার কর্মীদের ন্যুনতম মজুরি বাড়ানো, নির্বাচনের ভোটগ্রহণের দিন গোটা স্টেটে ছুটি ঘোষণা।
অনুষ্ঠানে গভর্নরের প্রতিনিধি হিসেবে গভর্নর দপ্তরের লেজিসলেটিভ প্রধান, সিনেট অ্যাটর্নী জেনারেল অফিসের প্রতিনিধি ও স্পিকারের লেজিসলেটিভ প্রধান অ্যাডভোকেসি গ্রুপের প্রতিটি বিল অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং সহমত পোষণ করেছেন।
দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যাডভোকেসি গ্রুপের জেনারেল সেক্রেটারি সাহানা মাসুম, পার্লামেন্টারিয়ান দিলরুবা চৌধুরী, এসিসস্ট্যান্ট সেক্রেটারি আব্দুস সাত্তার, ট্রেজারার এমডি রহিম, মেম্বর সাবুল উদ্দিন, সেলিনা খাতুন, মাহাতাব খান, মিসবাহ মাহমুদ, সামিয়া নাজনীন, চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালামনাই সেক্রেটারি অ্যাসোসিয়েশনের আশিক মাহমুদ, কো স্পন্সর কেয়ার নিউইয়র্কের সিস্টার আফাফ। এনওইম্যানের মীর মাসুম আলী। উপদেষ্টাদের মধ্যে ছিলেন জুয়েল ভুইয়া। লেজিসলেটিভ টিমে ছিলেন মাহতাব খান, আতিয়া কাজী, মোহাম্মদ নূর দেওয়ান প্রমুখ। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবার পথিকৃৎ প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার পরিবার থেকে ছিলেন সৈয়দ আলম, সৈয়দ আজিজুর রহমান তারিফ, আদিত্য শাহীন, মাঈনউদ্দিন ও নোমান আহমেদ।
নিউইয়র্ক স্টেট সিনেটের পক্ষ থেকে সিনেটর রবার্ট জ্যাকসন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদকে বিশেষ সম্মাননা প্রদান করেন। সম্মাননা পেয়েছেন আমেরিকা বাংলাদেশ অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদীনসহ কেয়ার নিউইয়র্ক ও এনওয়াই ম্যান।
আবু জাফর মাহমুদ বলেন, আল্লাহ আমাকে ছোটোবেলা থেকে নেতৃত্বের এক শক্তি দান করেছেন। পূর্ব পাকিস্তান সময়ে স্কুল জীবন থেকে নেতৃত্ব আমার ভালোবাসা। আজ যে নেতৃত্বের সঙ্গে যুক্ত হয়েছি সেটি আমাদের গোটো জাতির নেতৃত্ব করছে। জাতি, ধর্ম ও সংস্কৃতির জন্য এই কল্যানমুখী কাজগুলোর সঙ্গে সবসময়ই আমার একাত্মতা রয়েছে।
উল্লেখ্য, সিনেট অ্যাসেমব্লিতে অধিবেশ অধিবেশন চলাকালীন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের উপস্থিত সকলকে বিশেষ সম্মান জানানো হয়। স্পিকারের উপস্থিতিতে অ্যাসেম্বলি ফ্লোরে উল্লেখযোগ্য সংখ্যক সিনেটর সবার উদ্দেশ্যে সম্মান জ্ঞাপণ করেন।