
ফাইল ছবি
দেরিতে হলেও বাংলা নববর্ষ উদযাপন করেছে সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইন আমেরিকা। রোববার ‘মোরে আরো আরো, আরো দাও প্রাণ’- স্লোগানে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলযাত্রাসহ ও পিএস-৬৯ এ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো দেখার মতো।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো বাংলাদেশ থেকে আসা নতুন প্রজন্মের সাড়া জাগানো লোকসঙ্গীত শিল্পী ‘বিন্দু কণা’। তার অসাধারণ লাইভ পারফরমেন্স দর্শক-শ্রোতাদের মহিত করে।
বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ কয়েকটি এলামনাই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
আয়োজনে মোহাম্মদ কবির কিরণ ও ফেরদৌস খান, মেহের কবির, বিষ্ণু গোপ, ইকবাল ফারুক, মাহমুদ আহমেদ, এবং সামছুদ্দিন আজাদ প্রমূখ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালন করেন।