
ফাইল ছবি
স্মরণ কালের বৃহত্তম ও সুশৃঙ্খল একটি মেলা উপভোগ করলো নিউইয়র্কবাসী। রোববার ব্রুকলিন এর চার্চ ও ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত এ মেলায় মানুষের ঢল নামে। বাংলাদেশ-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে উক্ত মেলায় প্রায় বিপুল লোকের সমাগম ঘটে।
সংগঠনের সভাপতি কাজী আজম, আহ্বায়ক শাহ নেওয়াজ, সদস্য সচিব ফিরোজ আহমেদ ও সাংস্কৃতিক চেয়ারম্যান এস এম ফেরদৌস পথমেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দুপুর দুইটায় মেলার ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এসময় প্রিসিঙ্কট এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ডগলাস মুডি, মাইমোনাইডিস হসপিটালের ভাইস প্রেসিডেন্ট ডগলাস, কমিউনিটি ব্যক্তিত্ব এটর্নী মঈন চৌধুরী, ফাহাদ সোলাইমান, আহসান হাবিব, নুরুল আজিম, জিলানী, আকাশ রহমান, মোহাম্মদ হানিফ, সৈয়দ এম রেজা, ইলিয়াস মিয়া, আলমগীর খান আলম, জাহাঙ্গীর জয়, আবু তালেব চৌধুরী চান্দু, মোস্তফা কামাল পাশা বাবুল, লুৎফুল করিম, আলী ইমাম সিকদার, কাজী নয়ন, গোলাম মাহমুদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নুরুল আনোয়ার বেঙ্গল, ইকবাল হায়দার, বখতিয়ার উদ্দিন, হেলাল উদ্দিন, সালেহ মানিক, প্রফেসর আজাদ, দুলাল মিয়া, বাদল মির্জা, আশরাফুল হাসান, গোলাম কিবরিয়া, সালেহ আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়াম, ডিস্ট্রিক্ট ৩৯ এর কাউন্সিল মেম্বার সাহানা হানিফ, ডিস্ট্রিক্ট অ্যাটর্নী এরিক গঞ্জালেজ, মেয়র এরিক এডামসের প্রতিনিধি সুকরানি।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হলে চারুকলার শিশু শিল্পীরা তাদের চমৎকার পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করে। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নি, রানু নেওয়াজ, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, আসমা জাহান, মিম, ত্রিনিয়া হাসান, অনীক রাজ, রিয়া রহমান, তাহমিনা, টিপু , আবুল বাসার প্রমূখ।
মেলায় কাপড় চোপড়, রকমারি ফুড, গিফট আইটেম, বিভিন্ন হোম কেয়ার, মেডিকেল সার্ভিসসহ প্রায় শ’খানেক স্ট বসে।