
সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময়
বিএনপির মিডয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন নিউইয়র্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারি প্রেস সচিব আশিক ইসলাম এ মতবিনিময় সভার উদ্যোগ নেন।
গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের টেস্ট অব লাহারো আয়োজিত মতবিনিময় সভায় নিউইয়র্কে বেশ ক’জন সম্পাদক এবং সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় জহির উদ্দিন স্বপন নিউইয়র্কের মিডয়াগুলোর সঙ্গে বিএনপির যোগাযোগ আরো কিভাবে নিবিড় করা যায় সে বিষয়ে কথা বলেন।