
স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র বিএনপি
যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবিতে দলের সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তারা সবাই ঐক্যবদ্ধভাবে আসছে স্বাধীনতা দিবসসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা করেছে। এসব কর্মসূচিতে নেতা-কর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন মোস্তফা কামাল পাশা বাবুল।
সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি যথাক্রমে এডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামাল, আবুল কাশেম, আলহাজ্ব বাবর উদ্দিন ও নূর মোহাম্মদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী আজম, সৈয়দ এম রেজা ও ফিরোজ আহমেদ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরীন, সাবেক নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম খান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সহ-সভাপতি মো. মোস্তফা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক একেএম ওবায়দুল হক, নিউইয়র্ক স্টেট বিএনপি যুগ্ম আহবায়ক যথাক্রমে বদরুল হক আজাদ, মো. আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাওসার ও মো. আশরাফ হোসেন, মহানগর বিএনপির সদস্য নূরে আলম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন মিয়াজী, আরাফাত রহমান কোকো পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদাত হোসেন রাজু, মো. আইয়ুব খান, মো. আমিন রসুল ছোটন, মো. সোহেল, মো. শাহিন উদ্দিন, আশরাফুল হাসান, মো. আবুল খায়ের মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৬ মার্চ রোববার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মরহুম বাকির আজাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন এবং পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আয়োজনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম সার্বিক সহযোগিতা করবে বলে জানানো হয়।
সভায় যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে সংগঠনের সাবেক তিন নেতা যথাক্রমে গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও এই সভা থেকে আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাটকে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত এবং যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র বিএনপির একটি কমিটি উপহার দেয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিশেষ দাবি জানানো হয়। এছাড়া গ্রেতারকৃত কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নি:শর্ত মুক্তি দাবি করা হয়।
সবশেষে সভায় দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, তারেক রহমানের সুস্থতা ও অসুস্থ নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব মো. সাইদুর রহমান সাইদের সুস্থতা কামনা করা হয়। এছাড়া মরহুম বাকির আজাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।