
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে সম্মিলিতভাবে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে ঢাকা বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। গত রোববার এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলামনাইয়ের সভাপতি সাইদা আক্তার লিলি। সভা পরিচালনা করেন গাজী সামসউদ্দিন।
সভায় আগামী ১২ ফেব্রুয়ারি এ শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা ও ২০ ফেব্রুয়ারি একুশের অনুষ্ঠান সফল করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বহ্নিসীমা নিকেতনের সভাপতি ও একুশ উদযাপনের সাংস্কৃতিক উপ পরিষদের চেয়ারম্যান সবিতা দাস, আড্ডার পরিচালক আলপনা গুহ, শিল্পকলা একাডেমির পরিচালক মনিকা রায়, উদীচী যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও সুরছন্দের পরিচালক এমদাদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি সামিনা শারমিন নিহার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান, ঢাকা বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পক্ষে স্বপন বড়–য়া, গোলাম মোস্তফা, রুহুল আমিন সরকার, মো. হানিফ মজুমদার ও মো. তাজুল ইসলাম প্রমুখ।