শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

 ‘ নিউইয়র্কের উচিত তাদের জন্য কিছু করার’

ডেলিভারি কর্মীদের বেতন ২৪ ডলার করার প্রস্তাব  

বিজয় রহমান

আপডেট: ২২:০৩, ২১ নভেম্বর ২০২২

অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের ন্যূনতম বেতন ঘণ্টাপ্রতি ২৩.৮২ ডলার বাড়ানোর প্রস্তাব দিয়েছে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন। অ্যাপের মাধ্যমে খাবার সরবরাহকারীদের জন্য বেতন বাড়ানোর প্রস্তাব এই প্রথম দেওয়া হলো। বর্তমানে তাদের অনেককে ঘণ্টাপ্রতি মাত্র ৭.০৯ ডলার পারিশ্রমিক দেওয়া হয়।

সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, ডেলিভারি কর্মীরা কোভিড-১৯ মহামারিসহ নিউইয়র্ককে সেবা প্রদান করেছে। এখন নিউইয়র্কের উচিত তাদের জন্য কিছু করা।

তিনি বলেন, প্রস্তাবিত নতুন ন্যূনতম বেতন বৃদ্ধি থার্ড-পার্টি অ্যাপস কর্মীদের অপেক্ষাকৃত ন্যায্য ভাড়া নিশ্চিত করবে।

তিনি জানান, নিউইয়র্ক সিটিতে বর্তমানে ৬০ হাজার ডেলিভারি কর্মী রয়েছে।

প্রস্তাবিত বেতন কাঠামোতে বেস রেট হবে ১৯.৮৬ ডলার, কর্মীদের ব্যয়ের জন্য থাকবে ২.২৬ ডলার, ১.৭০ ডলার বরাদ্দ থাকবে বিমার জন্য। প্রস্তাবটি এখন বিবেচনার জন্য শুনানিতে যাবে। প্রাথমিকভাবে তা বেড়ে হতে পারে ১৭.৮৭ ডলার। তবে চূড়ান্ত হার নির্ধারিত হবে ২০২৫ সালের ১ এপ্রিল।

ডেলিভারি কর্মীদের পারিশ্রমিক নির্ধারি হবে ট্রিপ টাইম, অন-কল টাইম, অ্যাপ ও ট্রিপের মধ্যকার সময়ের হিসাব করে।

ডিসিডব্লিউপি কমিশনার ভিলডা ভেরা মায়ুগা বলেন, ‘রেস্তোরাঁ কর্মীরা সকল আবহাওয়ায় প্রতিদিন আমাদের নগরীতে কাজ করে। অথচ তারা ন্যূনতম মুজুরির অনেক কম পারিশ্রমিক পায়। তারা অন্য কোনো সুবিধাও পায় না। প্রস্তাবিত ন্যূনতম বেতন তাদেরকে মর্যাদাসম্পন্ন বেতন পেতে সহায়তা করবে।’

ডেলিভারি কর্মীদের বেশির ভাগের বয় ১৮ থেকে ২৪ বছর। তাদের ৭৫ ভাগই পুরুষ, ৯১ ভাগ হিসপানিক।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ ডেলিভারি কর্মী ই-বাইক, মোপেড, কার ব্যবহার করে। খুব কমসংখ্যকই হেঁটে ডেলিভারির কাজ করে।

ডিডব্লিউসিপির প্রতিবেদনে বলা হয়, ডেলিভারি কর্মীদের মধ্যে হতাহত হওয়ার হারও বেশি। ২০২০ সাল থেকে কাজ করার সময় ২২ ডেলিভারি কর্মী মারা গেছে। এছাড়া অ্যাড ডেলিভারি কর্মীদের ৩৩ ভাগ ই-বাইক বা মোপেড দুর্ঘটনার শিকার হয়েছে।

শেয়ার করুন: