বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘ট্রিপল ট্যুর’ নিষিদ্ধ করা 

নিঃসঙ্গ রাখার ব্যবস্থা ফিরছে কারাগারে! 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৬, ২০ এপ্রিল ২০২৪

নিঃসঙ্গ রাখার ব্যবস্থা ফিরছে কারাগারে! 

ছবি - নবযুগ

নিউইয়র্ক সিটির এক আইনপ্রণেতা স্থানীয় কারাগারগুলোতে ‘ট্রিপল ট্যুর’ নিষিদ্ধ করতে এবং সেইসাথে সবচেয়ে সহিংস বন্দীদের জন্য নিঃসঙ্গভাবে আটকে রাখার ব্যবস্থা ফিরিয়ে আনতে চেয়েছেন।

কুইন্স ডেমোক্র্যাট বব হোল্ডেনের প্রবর্তিত অত্যন্ত বিতর্কিত বিলটি পাস হলে কোনো আক্রমণ হলে বন্দীর বয়স ১৮-২১ হলে তাকে নিঃসঙ্গ রাখার শাস্তি কারা কর্মকর্তাদের থাকবে। অবশ্য, তার আগে নিশ্চিত হতে হবে যে এটা ওই বন্দীর দ্বিতীয় আক্রমণ এবং প্রথম আক্রমণের জন্য সে ‘থেরাপিউটিক কাউন্সিলিং’ পেয়েছিল।
হোল্ডেনের আনা আরেকটি বিলে প্রহরীদের টানা দুই শিফটে নিয়োজিত করা নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের কারেকশন অফিসাররা, পুলিশব্যবস্থা নগরীর মধ্যে সবচেয়ে কঠোর। আমাদের কারাগারগুলোতে আরো ভালো কর্মপরিবেশ থাকা রকার। তারে সর্বোত্তমভাবে কর্তৃব্য পালন করার জন্য অত্যাবশ্যক ব্যবস্থাগুলোর যোগান দিতে হবে। 
তিনি বলেন, ‘ট্রিপল ট্যুর বাতিল করাটা গুরুত্বপূর্ণ বিষয়। স্টাফদের উন্নত করতে হবে, কর্মকর্তা এবং বন্দী উভয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শাস্তিমূলকভাবে আলাদা রাখার ব্যবস্থা আবার চালু করতে হবে। 
তবে বিল দুটি উত্থাপনের সাথে সাথেই নাকচ হয়ে যেতে পারে বলে কাউন্সিল সূত্রে জানা গেছে।
বন্দীদের নিঃসঙ্গভাবে রাখার ব্যবস্থাটি ফিরিয়ে আনার কথা চলতি বছর আর কখনো শোনা যায়নি।
 

শেয়ার করুন: