ছবি: সংগৃহীত
নিউইয়র্ক রাজ্যে এক সপ্তাহে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সর্বোচ্চ হয়েছে, যা এযাবৎকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের তথ্য অনুযায়ী, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে মোট ৭১,১২৩ জন ফ্লু পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, যা আগের সপ্তাহের তুলনায় ৩৮% বেশি। স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, ২০০৪ সালে আক্রান্তের সংখ্যা শনাক্ত করা শুরু করার পর থেকে এটিই এক সপ্তাহে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
স্টেট হেলথ কমিশনার জেমস ম্যাকডোনাল্ড বিবৃতিতে বলেন, ‘ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়ে গেলেও নিউ ইয়র্কবাসীরা নিজেদের এবং চারপাশের মানুষদের সুরক্ষিত রাখতে কিছু সহজ পদক্ষেপ নিতে পারেন; যার মধ্যে রয়েছে টিকা নেওয়া, অসুস্থ হলে বাড়িতে থাকা এবং প্রতিদিনের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মেনে চলা।’
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, দ্রুত ছড়িয়ে পড়া একটি নতুন ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাষ্ট্রজুড়েই ফ্লুর প্রকোপ বাড়ছে এবং বর্তমানে নতুন আক্রান্তদের অধিকাংশেরই এই ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। এ নতুন ভ্যারিয়েন্টটি সাধারণ এইচ৩এন২ স্ট্রেইনের একটি মিউটেশন বা পরিবর্তিত রূপ। এটি ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে আধিপত্য বিস্তার করেছে, যা বর্তমান ফ্লু ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
নিউ ইয়র্ক স্বাস্থ্য বিভাগ এটি স্পষ্ট করেনি যে আক্রান্তের এই বৃদ্ধি ‘সাবক্লেড কে’ নামক নতুন ভ্যারিয়েন্টের সাথে সম্পর্কিত কি না। তবে রাজ্যজুড়ে অধিক এবং বিস্তৃত পরীক্ষার কারণে আক্রান্তের সংখ্যা বাড়লেও, কেবল সংক্রমণই বাড়ছে না, হাসপাতালে ভর্তির সংখ্যাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৬৩% বেড়ে ৩,৬৬৬ জনে দাঁড়িয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ মৌসুমের জন্য এখন পর্যন্ত মাত্র ২৪% নিউ ইয়র্কবাসী ফ্লু টিকা গ্রহণ করেছেন।

















