শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইএসসিআইএস পাঁচ বছর থেকে তা কমিয়ে এনেছে

এখন থেকে ওয়ার্ক পারমিটের মেয়াদ ১৮ মাস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫০, ৫ ডিসেম্বর ২০২৫

এখন থেকে ওয়ার্ক পারমিটের মেয়াদ ১৮ মাস

ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইএসসিআইএস) যুক্তরাষ্ট্রে কাজ করা ননসিটিজেনদের জন্য কর্ম-অনুমতিপত্র বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) বা ওয়ার্ক পারমিটের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে মাত্র ১৮ মাস বা দেড় বছর নামিয়ে আনছে।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইএসসিআইএস জানায়, ওয়ার্ক পারমিটের সময়সীমা কমিয়ে আনার ফলে কর্মরত ননসিটিজেনদের আরও ঘনঘন ব্যাকগ্রাউন্ড চেকের আওতায় আনা যাবে, যা জালিয়াতি রোধ, পরিচয়-সংক্রান্ত নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নিতে সহায়তা করবে।
ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো বলেন, ওয়ার্ক পারমিটের সর্বোচ্চ মেয়াদ কমানো নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহীদের কেউই জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে না পারে বা ক্ষতিকর অ্যান্টি-আমেরিকান মতাদর্শ ছড়াতে না পারে।
তিনি আরও বলেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর হামলাকারী এক অভিবাসীকে পূর্ববর্তী প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিল। ঘটনার পর আরও পরিষ্কার যে ভিনদেশি নাগরিকদের ঘন ঘন যাচাই-বাছাই করা জরুরি।
বিগত বেশ কয়েক বছর ধরে ইউএসসিআইএস মার্কিন অর্থনীতি, এর নিয়োগকর্তা এবং কংগ্রেস যাদের এখানে কাজ করার যোগ্য করেছে, তাদের সহায়তা করার জন্য চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ইএডি অ্যাপ্লিকেশনগুলোর প্রক্রিয়াকরণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। এই চূড়ান্ত নিয়ম যোগ্য অনাগরিকদের জন্য কর্মসংস্থানের অনুমোদনে ত্রুটি হওয়ার শঙ্কা হ্রাস করে। ইউএসসিআইএস এ বছর রেকর্ড সংখ্যক ইএডি অ্যাপ্লিকেশন পেয়েছে এবং প্রক্রিয়া করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং সম্প্রদায়গুলোকে সমর্থন করে কর্মশক্তিতে যোগ্য কর্ম-অনুমোদিত ব্যক্তিদের রাখার জন্য এটি বাইডেন-হ্যারিস প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ।
 

শেয়ার করুন: