ছবি: সংগৃহীত
ফুটবল ভক্তরা বহু প্রতীক্ষিত ২০২৬ পুরুষ বিশ্বকাপের ড্র দেখার জন্য আর মাত্র কয়েক দিন দূরে আছে। এই ড্র-এর মাধ্যমে টুর্নামেন্টের প্রথম ধাপের জন্য ৪৮টি যোগ্য দেশকে বিভক্ত করা হবে। এ টুর্নামেন্টটি জুনে শুরু হতে চলেছে।
ড্র অনুষ্ঠানটি শুক্রবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে, যেখানে ভাষণ, সঙ্গীত পরিবেশনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি থাকবে।
দ্য অ্যাথলেটিক-এর প্রধান সম্পাদক লরা উইলিয়ামসন এবং সিনিয়র ফুটবল করেসপন্ডেন্ট ডেভিড ওর্নস্টাইন আসন্ন ড্র সম্পর্কে কথা বলার জন্য সোমবার ‘দ্য রাশ আওয়ার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

















