শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এডিবি ন্যাশনাল এমপ্লয়মেন্ট

বেসরকারি খাতে ৩২  হাজার কর্মী ছাঁটাই

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪২, ৫ ডিসেম্বর ২০২৫

বেসরকারি খাতে ৩২  হাজার কর্মী ছাঁটাই

ছবি: সংগৃহীত

গত মাসে মার্কিন বেসরকারি খাতে ৩২ হাজার চাকরি কমেছে। এটি মূলত ছোট ব্যবসাগুলোর ব্যাপক কর্মী ছাঁটাইয়ের কারণে ঘটেছে। এর বিপরীতে অক্টোবর মাসে ৪৭ হাজার চাকরি বাড়ার সংশোধিত তথ্য জানানো হয়েছিল। এডিবি ন্যাশনাল এমপ্লয়মেন্ট রিপোর্টে এই তথ্য জানা গেছে।

নভেম্বর মাসের হতাশাজনক বেসরকারি কর্মসংস্থান পরিসংখ্যান প্রকাশের পর আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের (ফেড) বৈঠকে সুদের হার কমানোর সম্ভাবনা বেড়ে গেছে। অন্যদিকে, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক যুক্তি দিয়েছেন যে এই পরিসংখ্যানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক দায়ী নয়।
নভেম্বরের এই পরিসংখ্যান অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফ্যাক্টসেট-এর অর্থনীতিবিদরা ৪০ হাজার চাকরি বৃদ্ধির আশা করেছিলেন, আর রয়টার্স ও ব্লুমবার্গ-এর জরিপে যথাক্রমে ১০ হাজার এবং ৫ হাজার বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
দুর্বল এই রিপোর্টের পর ফেডের ১০ ডিসেম্বরের বৈঠকে সুদের হার এক-চতুর্থাংশ পয়েন্ট কমানোর সম্ভাবনা প্রায় ৮৯%-এ পৌঁছেছে, যা আগের দিনের ৮৮% এবং এক মাস আগের ৬৭% থেকে অনেক বেশি।
বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বুধবার সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘না, না, এর জন্য শুল্ক দায়ী নয়।’
তিনি এই পরিসংখ্যানের জন্য দুটি কারণকে দায়ী করেছেন :
প্রথমত গণতান্ত্রিক শাটডাউন। তিনি বলেন, ‘মনে রাখবেন, আপনাদের গণতান্ত্রিক শাটডাউন হয়েছিল, তাই না?’ দ্বিতীয়ত নির্বাসন। তিনি আরো যোগ করেন, ‘এবং এরপর মনে রাখবেন, আপনি যখন মানুষকে নির্বাসন দেন, তখন তা ছোট ব্যবসাগুলোর বেসরকারি চাকরির সংখ্যাকে কমিয়ে দেবে।’
লুটনিক জোর দিয়ে বলেন যে, বেসরকারি কর্মসংস্থান ‘পুনরায় ভারসাম্যপূর্ণ হবে এবং আবারও বৃদ্ধি পাবে,” কারণ এটি “কেবলমাত্র একটি স্বল্পমেয়াদী ঘটনা।’ তিনি ভবিষ্যদ্বাণী করেন, ‘আগামী বছর, সংখ্যাগুলো চমৎকার হবে।’
যদিও এডিবি রিপোর্ট সাধারণত সরকারি পরিসংখ্যানের থেকে ভিন্ন হয়, কিন্তু সরকারি শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনগুলো প্রকাশে বিলম্ব হওয়ায় ফেডের ১০ ডিসেম্বরের বৈঠকের আগে শ্রমবাজারের অবস্থা বোঝার জন্য এই বেসরকারি পরিসংখ্যানটির গুরুত্ব অনেক বেশি।
নর্থলাইট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ক্রিস জাক্কারেলি বলেন, ‘এডিবি-র তথ্য এটাই নিশ্চিত করে যে, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের চেয়ে দুর্বল হয়ে পড়া শ্রমবাজারের দিকে মনোযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।’
সর্বশেষ উপলব্ধ ফেডারেল তথ্য অনুসারে, মুদ্রাস্ফীতি এখনো বেশ উচ্চ, যা সেপ্টেম্বরে ৩% পর্যন্ত পৌঁছেছিল। যদিও সেই মাসেই নিয়োগকর্তারা অপ্রত্যাশিতভাবে ১,১৯,০০০ চাকরি যোগ করেছিল, তবুও বেকারত্বের হার বেড়ে ৪.৪% হয়েছে। ২০২১ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
এডিবি রিপোর্ট অনুযায়ী, ৫০ জনের কম কর্মী রয়েছে এমন ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছোট ব্যবসাগুলিতে নভেম্বরে ১,২০,০০০-এরও বেশি চাকরি ছাঁটাই হয়েছে, যা ২০২০ সালের মে মাসের পর থেকে সবচেয়ে বেশি। এটি ছুটির কেনাকাটার গুরুত্বপূর্ণ মৌসুমের আগে বেশ অস্বাভাবিক ঘটনা।
 

শেয়ার করুন: