শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মামদানির জয় বিদায়ের প্রস্তুতি  অ্যাডামসের

নবযুগ রিপোর্ট

আপডেট: ১৬:৩১, ৭ নভেম্বর ২০২৫

মামদানির জয় বিদায়ের প্রস্তুতি  অ্যাডামসের

ছবি: সংগৃহীত

মেয়র এরিক অ্যাডামস মঙ্গলবার রাতে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা পোস্ট করে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। তিনি সাদা শার্ট পরিহিত অবস্থায় এবং গম্ভীর মুখে তার উত্তরসূরিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি মেয়র-ইলেক্ট জোহরান মামদানিকে অভিনন্দন জানাতে চাই।’

মামদানির জয়ের ফলে অ্যাডামসের এক-মেয়াদের শাসনের সমাপ্তি শুরু হলো। বুধবার সকালের মধ্যে, শহরের ১১০তম মেয়র ইতিমধ্যেই ক্ষমতা হস্তান্তরের ধাপে চলে যান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কি চেয়েছিলাম [অ্যান্ড্রু] কোমো জিতুক? হ্যাঁ, তবে এখন সে-ই পাইলট। আর আমার সমস্ত সমালোচনা, তার নীতিগুলোর প্রতি আমার সমস্ত অপছন্দ, ডিএসএ ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা) যা কিছু করেছে, আমার কাছে এখন সেগুলোর কোনো গুরুত্ব নেই। এখন সে-ই মেয়র। যেকোনো মেয়রই আমার শতভাগ সমর্থন পাবেন, কারণ নিউইয়র্ক ব্যর্থ হতে পারে না।’
তবে অ্যাডামস বলেন, তার কাজ এখনো শেষ হয়নি।
বুধবার সকালে তিনি কোভিড-১৯ টিকা না নেওয়ার কারণে বরখাস্ত হওয়া ২,৯০০ জন শহর কর্মচারীকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন।
মেয়র একটি আরো অ্যাক্সেসিবল (সহজলভ্য) শহরের জন্য তার পরিকল্পনার কথাও প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমার অনেক কিছু করার আছে। সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে একটি হলো ভাষা-অন্তর্ভুক্ত একটি শহর চালু করা। আমাদের কাছে এখন এমন প্রযুক্তি আছে যে, আপনি যে ভাষাই বলুন না কেন, আপনি একটি এজেন্সিতে প্রবেশ করে পরিষেবা পাওয়ার জন্য কথোপকথন করতে সক্ষম হবেন।’
অ্যাডামসের অধ্যায়ের সমাপ্তির সাথে সাথে শীর্ষ কর্মকর্তাদেরও ব্যাপক পদত্যাগ শুরু হয়েছে।
ফায়ার কমিশনার রবার্ট টাকার প্রস্থানের পথে। মামদানি মেয়র-ইলেক্ট হওয়ার কয়েক ঘণ্টা পরেই টাকার তার পদত্যাগপত্র জমা দেন। তিনি ১৯ ডিসেম্বর বিদায় নিচ্ছেন।
‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ অনুসারে, পাবলিক সেফটির ডেপুটি মেয়র কাজ ডট্রি-কেও সম্ভবত আগেভাগেই বিদায় নিতে দেখা যেতে পারে।
মেয়র বলেন যে তিনি এখনো মামদানির সাথে কথা বলেননি। তবে ক্ষমতা হস্তান্তরের মাঝেই তাকে গ্র্যাসি ম্যানশনে একটি বৈঠকের জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন।
 

শেয়ার করুন: