শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাশিয়ার দখল প্রচেষ্টাকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২২

রাশিয়ার দখল প্রচেষ্টাকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরােষ্ট্রর প্রেসিডেন্ট জো বাইডেন

জো বাইডেন বলেন, ‘আমি বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই, ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দখলকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে অনুষ্ঠিত সাম্প্রতিক গণভোটে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া খেরসন রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করছে ক্রেমলিন এরই মধ্যে জাপোরিঝিয়া খেরসনকে স্বাধীন ঘোষণা করেছেন পুতিন এর আগে গত ফেব্রুয়ারিতে দোনেৎস্ক লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে শেয়ার করা এক নথিতে বলা হয়েছে, ইউক্রেনের দুই অঞ্চলের স্বাধীনতা আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বীকৃত এবংজাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত হয়েছে তবে শক্তি প্রয়োগের ভিত্তিতে কোনো দেশের ভূখণ্ড দখল করা জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

এদিকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া খেরসনকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিতে তৎপর হলেও ইউক্রেন পশ্চিমা বিশ্ব এই গণভোটকে প্রত্যাখ্যান করেছে এর আগে গণভোটের সমালোচনা করে যুক্তরাষ্ট্র, জার্মানি ফ্রান্স জানিয়েছি, তারা ধরনের ভুয়া ব্যালটের ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে পশ্চিমারা

শেয়ার করুন: