শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অবৈধ গাঁজার গুদামে গোলাগুলি নিহত ২

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০৩:৩১, ২৩ মার্চ ২০২৪

অবৈধ গাঁজার গুদামে গোলাগুলি নিহত ২

প্রতীকী ছবি

অবৈধ একটি গাঁজার গুদামের নিয়ন্ত্রণ লাভের সময় গোলাগুলিতে ুজন নিহত হয়েছে। নিহতরে একজন ওই গুদামের কর্মী, অপরজন ডাকাত। মাউন্ট ভারননের একটি ভবনে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ ব্রনক্সের পাঁচ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। আট মিলিয়ন ডলার নগদ অর্থ এবং গাঁজার নিয়ন্ত্রণ নিতে হামলা হয়েছিল।

এফবিআইয়ের সহকারী পরিচালক জেমস স্মিথ বলেন, ‘গাঁজার একটি গুদামের ডাকাতি করার সময় পাঁচজনকে আটক করা হয়েছে। ডাকাতির সময় প্রাণঘাতী গোলাগুলি হয়। এতে এক কর্মী এবং এক ডাকাত নিহত হয়েছে।’

ম্যানহাটানের ফেডারেল প্রসিকিউটরদের মতে, গুদামটিতে ১৫ ডাকাত চড়াও হয়েছিল। এদের মধ্যে আটক করা হয়েছে ইলারিও কনট্রারেস, জেপপি ডিয়াজ-ফিলিয়েজ, ঝোয়ান দিয়াজ-ফিলিজ, ভিক্টর জিমেনেজ ও যোশেফ পেরেজকে।

একটি সূত্র জানায়, ওই গুদাম থেকে ‘বিভিন্ন ধরনের নিবন্ধনহীন মারিজুয়ানা ও মাদক দ্রব্য বিক্রি হতো।’

জানা গেছে, ডাকাতদল গুদামের কর্মী ও ক্রেতাদের বন্দুকের মুখে ভবনের একটি অংশে নিয়ে যায়। তবে ডাকাত ও কর্মীদের মধ্যে গোলাগুলো শুরু হলে তাদের পরিকল্পনা ভ-ুল হয়ে যায়।

পুলিশ ্রুত ঘটনাস্থলে এসে পড়ে। তারা এক ডাকাতকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় খেতে পায়।

আর এক গুদাম-কর্মীর লাশও পাওয়া গেছে। তার গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহত দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এআর-১৫ স্টাইল রাইফেল, ৯ এমএম গুলির খোসা উদ্ধার করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ুই ক্রেতার ক্রয়াশে অনুযায়ী বিপুল পরিমাণ ভেপ ও হুক্কা সরবরাহ করার সময় ডাকাতরা হানা দেয়।

পুলিশ জানায়, গুদামটিতে ওই সময় ছয় কেজি কোকেন এবং নগদ আট মিলিয়ন ডলার ছিল।

শেয়ার করুন: