শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাজেট ছাঁটাইয়ের আদেশ স্থগিত

হেলিম আহমদ

প্রকাশিত: ১৯:০৫, ১৩ আগস্ট ২০২২

বাজেট ছাঁটাইয়ের আদেশ স্থগিত

ফাইল ছবি

নিউইয়র্কের স্কুল বাজেট নিয়ে আইনি যুদ্ধ শুরু হয়েছে। আর তার জের ধরে ৩১ বিলিয়ন ডলারের বাজেট ছাঁটাই করার আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সিটি আইনজীবীদের আপিলের প্রেক্ষাপটে এই আদেশ দেওয়া হয়েছে।

আইনজীবীরা তাদের আবেদনে বলেছিলেন, শিক্ষাবর্ষ আসন্ন। এখন যদি বাজেট ছাঁটাই করা হয়, তবে ডিওই এবং ১৪০০ প্রিন্সিপাল কিভাবে পরিস্থিতি সামাল দেবেন।

স্থগিতাদেশ ২৯ আগস্ট পর্যন্ত বলবত থাকবে। ওই দিন ব্যাপারে মৌখিক যুক্তিতর্ক শোনা হবে।

ছাঁটাইয়ের পরিমাণটি ডিওইর সার্বিক বাজেটের একটি ছোট অংশ মাত্র। তবে ছোট হলেও এর বড় অংশটি প্রিন্সিপালদের ব্যক্তিগত খাতে বরাদ্দ ছিল। এই অংশ থেকে প্রিন্সিপালরা স্টাফ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যয় করে থাকেন বলে সিটি কম্পট্রোলারের প্রতিবেদনে দেখা গেছে।

স্থগিতাদেশের ফলে স্কুলগুলো তাদের আগের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবে। বিশেষ করে স্কুলগুলো তাদের প্রায় ,৫০০বাজেট অ্যাকশনবাস্তবায়ন করতে পারবে।

শেয়ার করুন: