শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অ্যাডামসকে টেক্সাসের গভর্নরের চ্যালেঞ্জ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ১৩ আগস্ট ২০২২

অ্যাডামসকে টেক্সাসের গভর্নরের চ্যালেঞ্জ

ফাইল ছবি

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার পুনঃনির্বাচন ঠেকাতে নিউইয়র্কারদের পাঠানোর হুমকিটি পারলে করে দেখানোর আহ্বান জানিয়েছেন। সেইসাথে তার রাজ্যের অভিবাসীদের নিউইয়র্কে পাঠানো অব্যাহত রেখেছেন এবং তা অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সীমান্ত এলাকার লোকজন কী অবস্থায় আছে, তা বোঝানোর জন্য তিনি অভিবাসীদের নিউইয়র্কে পাঠাচ্ছেন বলে দাবি করেছেন।

অ্যাবট ফক্স নিউজে এই চ্যালেঞ্জ জানিয়েছেন। অভিবাসীদের সরিয়ে দেওয়া নিয়ে অ্যাডামসের সাথে অ্যাবটের বিরোধের মধ্যেই তিনটি বাসবোঝাই করে প্রায় ১০০ অভিবাসীকে মিডটাউন ম্যানহাটানের পোর্ট অথোরিটি টার্মিনালের বাইরে নামিয়ে দেওয়া হয়।

অ্যাডামস মঙ্গলবার হুমকি দিয়েছিলেন যে অ্যাবটের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালাতে নিউইয়র্কাররা টেক্সাসে যাবে। এর জবাবে রিপাবলিকান গভর্নর বলেন, ‘আপনি জানেন, আমি ক্লায়েন্ট ইস্টউডের মতো অনুভূতি অনুভব করছি।

তিনি বলেন, মেয়র মহোদয়, কাজটি করে দেখান।

তিনি বলেন, এসব কাজ টেক্সাস রাজ্যে ভালোভাবে গ্রহণ করা হবে না।

অ্যাবট সেইসাথে অ্যাডামস গভর্নর ক্যাথি হোকুলকে (উভয়ে ডেমোক্র্যাট) - হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, মেয়র বলেছিলেন যে তারা অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু যখনই তারা বাস্তবতার মুখোমুখি হলেন, তখনই বলে দিলেন যে তারা পরিস্থিতি সামাল দিতে পারছেন না।

এদিকে অ্যাডামস তার এক প্রতিক্রিয়ায় অ্যাবটকে আমেরিকার চেতনাবিরোধী গভর্নর হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘আমি সম্ভাব্য সব উপায়ে টেক্সাসবাসীকে জানাব, তাদের বোঝানোর চেষ্টা করব যে অ্যাবট আমাদের জন্য কতটা ক্ষতিকর।

অ্যাডামস এরপর অ্যাবটকেবৈশ্বিক লজ্জাহিসেবে অভিহিত করেন।

অ্যাডামস বলেন, আমরা যথাযথ সমন্বয় ছাড়া লোকজনকে গ্রহণ করতে পারি না। কারণ তখন তাদের প্রাপ্য সহায়তা করা যায় না।

তবে তিনি সেইসাথে অভিবাসীদের সহায়তা করার জন্য নিউইয়র্কের অধিবাসীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন: