শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আইআরএস’র সাথে লড়াইয়ে নামছে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৮, ৬ আগস্ট ২০২২

আইআরএস’র সাথে লড়াইয়ে নামছে ক্ষুদ্র ব্যবসায়ীরা

আইআরএস’র সাথে লড়াইয়ে নামছে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ক্ষুদ্র ব্যবসায়ীদের শিগগিরই ইন্টারনাল রেভিনিউ সার্ভিসেসের (আইআরএস) সাথে দীর্ঘ ব্যয়বহুল লড়াইয়ে নামতে হচ্ছে। ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের গুরুত্বপূর্ণ একটি বিধানে বলা হয়েছে, তাদের আয় ৮০ বিলিয়ন ডলার বাড়াতে হবে। একটি হিসাবে বলা হয়েছে, এই আয়ের ৭৮ থেকে ৯০ ভাগ আসতো ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে।

অর্থাৎ বছরে যাদের ব্যবসার পরিমাণ পাঁচ লাখ ডলার, তাদের থেকেই রাজস্ব আদায় করা হবে থেকে ভাগ। এটা প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার সম্পূর্ণ পরিপন্থী। কারণ তিনি ঘোষণা করেছিলেন যে চার লাখ ডলারের কম ব্যবসা করা ব্যক্তিদের কাছ থেকে কর বাড়ানো হবে না।

ন্যাশনাল ট্যাক্সপেয়ার ইউনিয়ন ফাউন্ডেশনের নির্বাহী সহ-সভাপতি জো হিঞ্চম্যান বলেন, আইআরএস  ক্ষুদ্র মাঝারি ব্যবসাকে টার্গেট করেছে। কারণ তারা লড়াই করবে না। আমরা আগেও ধরনের ব্যবস্থা দেখেছি। বড়লোকদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় সহজ নয় বলেই এদিকে নজর দেয়া হয়।

তিনি বলেন, ধনীদের কাছ থেকে বাড়তি আদায় করার চেয়ে নি¤œ মধ্যবিত্তদের কাছ থেকে আদায় করা আইআরএসের জন্য বেশ সুবিধাজনক। বড়লোকদের আইনজীবী আছে। গরিবদের নেই।

শেয়ার করুন: