রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আজব বলেও গুজব নয়-৩

জুতার দাম ৫১ হাজার ডলার!

হাবিব রহমান

প্রকাশিত: ১১:১৩, ১৫ জুলাই ২০২৩

জুতার দাম ৫১ হাজার ডলার!

ফাইল ছবি

কত হতে পারে একজোড়া জুতার দাম? এক, পাঁচ বা ১০ হাজার ডলার? না, হলো না। ছাগলের চামড়া দিয়ে তৈরি আড়াইশ বছর আগেকার এই জুতা জোড়া নিলামে বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে। জুতা জোড়ার মালিক ছিলেন ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতে। খবরটি দিয়েছে ডয়েচে ভেলে।

আসুন তাহলে ঘটনার বিস্তারিত জেনে নেই-

জুতা জোড়ার দাম সর্বোচ্চ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা। কিন্তু নিলামে তোলার পর সারাবিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। তবে সংগ্রহে রাখার জন্য জুতা জোড়া যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি। সাদা রঙের দশমিক ইঞ্চি লম্বা জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো।

দেশটির ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন। বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলঙ্কারও নিলামে তোলা হয়। কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয় সেগুলো।

শেয়ার করুন: