বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সরকারের অপকর্মে প্রবাসীরা লজ্জিত: গিয়াস আহমেদ

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ২ জুন ২০২৩

সরকারের অপকর্মে প্রবাসীরা লজ্জিত: গিয়াস আহমেদ

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে নিউইয়র্ক স্টেস্ট বিএনপি। সোমবার বিকেলের ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, দীর্ঘ পথ-পরিক্রমায় মার্কিন প্রশাসনে প্রবাসীদের বিশেষ একটি মর্যাদা তৈরী হয়েছে।

হোয়াইট হাউস, কংগ্রেস, স্টেট গভর্ণর, সিটি কাউন্সিল থেকে মেয়র অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন অনেক প্রবাসী।

অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের দু:স্কর্মের কারণে আজ বাংলাদেশের বিরুদ্ধে নানা স্যাংশনের ঘটনায় নতুন প্রজন্মের প্রবাসীরাও বিব্রত, আমরা প্রথম প্রজন্মের আমেরিকানরা লজ্জিত হচ্ছি প্রতিনিয়ত। এজন্যে আমরা ধিক্কার জানাই এই সরকারের প্রতি।

গিয়াস আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন সময়ের প্রয়োজনেই এসেছে। তাই আমরাও দৃঢ়কণ্ঠে উচ্চারণ করতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেব না। জনগণের ভোট জনগণ যাকে ইচ্ছা তাকে দেবে। আর সে নির্বাচনেই দেশপ্রেমিক-গণতন্ত্রের পূজারি এবং সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার প্রতিষ্ঠিত হবে।

জ্যাকসন হাইটসের দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের স্মৃতিচারণ বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি আলোকে বক্তব্য রাখেন বিএনপি নেতা মার্শাল মুরাদ, পারভেজ সাজ্জাদ, হাবিবুর রহমান সেলিম রেজা, আনিসুর রহমান, সোহরাব হোসেন, বদিউল আলম, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, মোহাম্মদ নাসিম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, কাজী আসাদউল্লাহ, শাহাদৎ হোসেন রাজু, কাউসার আহমেদ, আশরাফ  হোসেন, আনোয়ার হোসেন, নীরা রাব্বানী প্রমুখ।

এদিকে আরাফাত রহমান কোকো পরিষদ আয়োজিত শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গিয়াস আহমেদ। সংগঠনের সভাপতি শাহাদত হোসেন রাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

 

শেয়ার করুন: