
ফাইল ছবি
- ফোন রাখো
- রাখলাম। বলো।
- কি বলবো?
- কিছু একটা তো বলবেই।
- করোনা ভেক্সিনের সাইড এফেক্টের কথা বলি।
- তোমার?
- আরে নাহ। এক যুবকের।
- কি নাম?
- নাম জানি না। ঘটনাটা আগে শোনো। ভ্যাক্সিন নিয়ে বাড়ি ফেরার পথে সে চোখে ঝাপসা দেখছে। খুব ভয় পেয়ে গেল। কোনো রকমে বাসায় পৌঁছে আল্লাহকে ডাকছে। এক ঘন্টা যায়, দুই ঘন্টা যায়, চোখের দৃষ্টি আর ঠিক হয় না, সব কিছুই ঘোলা ঘোলা। তখন সে ভ্যাক্সিন সেন্টারের ডাক্তারকে ফোন দিল। ডাক্তার সাহেব, আমি তো সব কিছু ঝাপসা দেখছি, এখন কি হাসপাতালে যাবো, নাকি বাসায়ই ডাক্তার ডাকবো? ভ্যাক্সিন সেন্টারের ডাক্তার রেগে গিয়ে বলেন, কিছুই করতে হবে না, আপনি ভ্যাক্সিন সেন্টারে এসে আপনার চশমাটা নিয়ে যান। নার্সের সাথে প্রেম করতে গিয়ে নার্সের চশমা পরেই চলে গেছেন।
- হি হি হি হি। কোথায় পেলে এই গাঁজা?
- আমার বন্ধু ইসবাত পাঠিয়েছে।
- এবার আসল কথা বলো।
- আসল কথা মানে?
- তুমি এই হালকা কথা বলার জন্য বেইজমেন্ট থেকে তিন ফ্লোরের সিঁড়ি ভেঙে উঠে আসোনি, নিশ্চয়ই অন্য কিছু আছে।
- তা তো আছেই। সেটা কি এখনই বলবো, নাকি রাতে?
- অসভ্যতা না করে যেটা বলতে এসেছো সেটা বলো।
- আচ্ছা বলছি, শোনো। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কথা মনে আছে?
- না। আরব শেখ?
- হ্যাঁ, দুবাইয়ের রুলার, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট।
- ও হ্যাঁ মনে পড়েছে। দুবাইয়ে উটের দৌড় দেখতে গিয়ে দেখেছিলাম তাকে। প্রধান অতিথি ছিলেন।
- হ্যাঁ, সেই লোক।
- খুবই আধুনিক একজন মানুষ। শিল্পমনস্ক। শিল্প-সাহিত্যের জন্য প্রচুর টাকা ব্যয় করেছেন।
- এখনও করেন। আধুনিক দুবাইয়ের তিনিই স্বপ্নদ্রষ্টা। মনে আছে তোমার, অমুসলিম পর্যটকদের তিনি দুবাইয়ের মসজিদ ভিজিট করার অনুমতি দেন। শুধু তাই না ভিজিটিং আওয়ারে শর্টস পরেও ঢোকা যাবে, সেই অনুমতিও দেন। তথ্য-প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য বিলিয়ন ডলার ব্যয় করেন।
- হ্যাঁ ইজিপশিয়ান গাইড এসব কথা বলছিলেন।
- এখন তার একটা খুব দামী কথা শোনো। তিনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে দুবাইয়ের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, আমার বাবা উট চালাতেন, আমি মার্সিডিস চালাই। আমার ছেলে ল্যান্ড রোভার চালায় এবং আমার নাতি হয়তো বুগাতি ব্যারন চালাবে; কিন্তু আমার পুতি আবারো উট চালাবে। উপস্থাপক অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেন, কিন্তু এমনটা হবে কেনো? তিনি উত্তরে বলেন, দুঃসময় সফল মানুষ তৈরি করে, আর সফল মানুষ সুসময় তৈরি করে। সুসময় ব্যর্থ মানুষের জন্ম দেয়, আর ব্যর্থ মানুষ দুঃসময় তৈরি করে।
- ওয়াও। এটাও কি তোমার বন্ধু ইসবেত জানালো?
- ইসবেত না, ইসবাত। মানুষের নামের উচ্চারণ ও বানান শুদ্ধ করে করতে হয়। হ্যাঁ, ইসবাতই পাঠিয়েছে, তুমি বুঝলে কি করে?