
ফাইল ছবি
এ বছরের মে মাসের মাঝামাঝি প্রথম শো হয়েছিল মঞ্চ নাটক পেন্ডুলামের। ইতোমধ্যে ৬টি শো হয়েছে নাটকটির। এবার হবে সপ্তম ও অষ্টম শো। একই দিনে একই স্থানে একই মঞ্চে। সহজেই অনুমেয় নিউইয়র্ক শহরের সংস্কৃতি প্রিয় মানুষেরা নাটকটি বেশ পছন্দ করেছেন। তাই তো মাত্র ৮ মাসের মাথায় হতে চলেছে নাটকটির আরও দুটি শো। ডিসেম্বরের ২ তারিখ, শনিবার পরপর দুটি শো হবে এবার। প্রথম শোটি হবে বিকাল পাঁচটায় এবং দ্বিতীয় শো সন্ধ্যা সাড়ে সাতটায়। ভেন্যু: জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং। ১৬১- ০৪ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২। টিকিটের জন্য যোগাযোগ নাম্বার হলো - ৬৪৬২১০৬২৬০। টিকিট বিক্রি/ বুকিং চলছে।
জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা লিখেছেন পেন্ডুলাম। এটি তার লেখা নতুন নাটক। নিউইয়র্ক শহরেই যেটির প্রথম মঞ্চায়ন হচ্ছে। খাইরুল ইসলাম পাখি পেন্ডুলামের নির্দেশক। অভিনয় উপস্থাপনা বা নির্মাণের যার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুখ্যাতি রয়েছে। পাখি এই নাটকের প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন। নাটকটিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী ও নির্দেশক শিরিন বকুল এবং নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের চেনা মুখ সীতেশ ধর।
এই তিন অভিনেতার হৃদয় স্পর্শী অভিনয় গুনে নাটকটি বেশ উপভোগ্য হয়ে উঠেছে। নাটকটি নির্মিত হয়েছে কৃষ্টি থেকে। পোস্টার করেছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। মিউজিক করেছেন শফিকুল ইসলাম। মঞ্চ সজ্জা ও সেট করেছেন বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের তিন শিল্পী বিশ্বজিৎ চৌধুরী, মোহাম্মদ হাসান রোকন ও কায়সার কামাল। প্রোডাকশন ম্যানেজারের দায়িত্বে আছেন জ্যাকলিন টি গোমেজ। প্রোডাকশন কোঅর্ডিনেটর সীতেশ ধর। প্রযোজনা সহযোগিতায় রয়েছে লালন উৎসব পরিষদ, ইউএসএ। প্রথমবারের মতো পেন্ডুলামের সাথে যুক্ত হয়েছেন সংস্কৃতি বান্ধব শাহ জে চৌধুরী এবং তাদের শাহ্ গ্রুপ। পেন্ডুলাম টিমের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে শোতে শিশুদের সঙ্গে না আনার জন্য এবং সময় মতো মিলনায়তনে আসন গ্রহণের জন্য। কারণ
নাটক একদম ঠিক সময় মত শুরু হয় বলে ইতিপূর্বে অনেকেই শুরু থেকে নাটকটি দেখতে পারেননি। তারা আরও আহ্বান করেছেন, যারা এখনো নাটকটি দেখেননি তারা দেখতে আসুন এবং উৎসাহিত করুন।