শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি

সভাপতি বার ভুইয়া সম্পাদক আসেফ বারী টুটুল

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ১২:৩৩, ১২ নভেম্বর ২০২২

সভাপতি বার ভুইয়া সম্পাদক আসেফ বারী টুটুল

সভাপতি বার ভুইয়া সম্পাদক আসেফ বারী টুটুল

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বারো ভুইয়া। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসেফ বারী টুটুল। রবিবার নিউইয়র্কের জ্যাকসন পার্টিও দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ বার ভুইয়া। সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসেফ বারী টুটুল। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির  সাবেক প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট কলামিস্ট সাঈদ তারেক জাফর মিতা, আলতাফ হোসেন, মাহাবুবুর রহমান অনিক, তোফায়েল আহমেদ  চৌধুরী, সবির লস্কর আব্দুন নূর।

সম্মেলনে আগামী ২০২৩-২০২৪ সালের নেতা নির্বাচন করা হয়। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ বার ভুইয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়।  সাধারণ সম্পাদক পদের জন্য প্রথমে চার জন প্রার্থী থাকলেও মো. আলতাফ হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন আসেফ বারী টুটুল, জাফর মিতা, মাহাবুবুর রহমান অনিক। তিন জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সরাসরি ভোট হয়। এবং মোট ৪৬জন কান্সিলর ভোট প্রদান করেন। নির্বাচনী ফলাফলে ৩৩  ভোট পেয়ে আসেফ বারী টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাফর মিতা পান ভোট এবং মাহাবুবুর রহমান অনিক পান ভোট। সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন পরিচালনা করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি সদস্যের এই কমিটিতে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। বাকী দুজনের মধ্যে ছিলেন জাতীয় পার্টির সাবেক সাংসদ সহিদুর রহমান যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা সৈয়দ শওকত আলী। কাউন্সিলররা সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করেন।

সম্মেলন উপলক্ষ্যে পেনসিলভ্যানিয়ার, নিউজার্সি, বাফেলো, ফ্লোরিডা, কানেকটিকাটসহ বিভিন্ন স্টেট থেকে নেতারা উপস্থিত হন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতাদের মধ্যে আবেদ চৌধুরী, শাহাজাহান সাজু, আব্দুল কাদির লিপু, খায়রুল আলম, হাবিবুর রহমান হাবিব, হাবিবা বেগম, কান্তা হোসেন, রোজি ফাহিমা, শামীম আহমেদ, ওয়াসিম খোন্দকার, রবিউল আলম, রুবেল আহমেদ, এন রুবেল, মমিন উদ্দিন, মেহেরুজ্জামান জেবলিন, মনিরুল ইসলাম, নূর ইসলাম বর্ষণ, গোলাম সরোয়ার চৌধুরী, মনিরুজ্জামান মনির প্রমুখ।

শেয়ার করুন: