শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সামাজিক যোগযাযোগ মাধ্যমে ছবি ভাইরাল

আটলান্টিকে লাল সবুজের পতাকা  ওড়ালেন সাংবাদিক দম্পতি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৮, ১৭ অক্টোবর ২০২৫

আটলান্টিকে লাল সবুজের পতাকা  ওড়ালেন সাংবাদিক দম্পতি

ছবি - নবযুগ

এবার লাল-সবুজের পতাকা সুদূর আটলান্টিকে ওড়ালেন বাংলাদেশি এক সাংবাদিক দম্পতি। বাংলাদেশের পতাকা বহন করে অনেক জাহাজ হয়তো পাড়ি দিয়েছে আটলান্টিক। কিন্তু পতাকা নিয়ে আটলান্টিকের অতলান্ত জলরাশি অতিক্রম করার ঘটনা এটিই প্রথম। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক দম্পতি শাহাব উদ্দিন সাগর এবং শামসুন নাহার নিম্মি এই কৃতিত্ব অর্জন করেন। এ সময় তাদের একমাত্র সন্তান সাইফান নিহানও তাদের সাথে ছিলেন।

সাগর সাপ্তাহিক নবযুগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আর শামসুন নাহার নিম্মি নিউজ প্রেজেন্টার এবং সাইফান নিহান লং আইল্যান্ডের ক্রিসেন্ট স্কুলের ৫ম বর্ষের শিক্ষার্থী। তারা নিউইয়র্কে মিডিয়া ছাড়াও ব্যবসায় সফল। শাহাব উদ্দিন সাগর বাংলাদেশের প্রভাবশালী কূটনীতিক রিপোর্টার ছিলেন। শামসুন নাহার নিম্মি এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ছিলেন। ২০১৫ সালে তারা নিউইয়র্কে পাড়ি জমান। মিড়িয়ার পাশাপাশি তারা বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন। ক্রুজে এ দম্পতির তোলা ছবি আপলোড করার পর মুহূর্তে ফেসবুকে লক্ষাধিক ভিউ হয়। গত ৭ অক্টোবর এমএসসি ক্রুজের ১৬ তলার ডেক থেকে পতাকা ওড়ানো হয়। তারা ১৯ তলার ক্রুজটিতে ৫ অক্টোবর নিউইয়র্ক থেকে বাহামাসের উদ্দেশে রওনা হয়েছিলেন। আটলান্টিকের প্রায় ১৪শ নটিক্যাল মাইল অতিক্রম করে বাহামাস পৌঁছায় এ ক্রুজ। তাদের পতাকা ওড়ানোর ছবিগুলো নিউইয়র্ক থেকে প্রায় সাড়ে সাতশ নটিক্যাল মাইল অদূরে আটলান্টিক মহাসাগরের খোলা আকাশে তোলা।
বাংলাদেশের পতাকা ওড়ানোর ব্যাপারে শাহাব উদ্দিন সাগর বলেন, ‘আটলান্টিকের আকাশটা বর্ণিল। পৃথিবীর যেখানে থাকি না কেন অন্তরের গহীনে থাকে বাংলাদেশ। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি লাল সবুজের পতাকা। আটলান্টিক মহাসাগরের ভাসমান শহর এমএসসি ক্রুজের ছাদটা রহস্যময়। এ ছাদ থেকে আকাশটা আরো বেশি আবেদনময়ী। মহাসাগরের নীল জল আর নীল আকাশে ওড়িয়েছি আমার প্রিয় লাল সবুজ। ও... আটলান্টিক ও ...নীল অসীম আকাশ তোমরা যেমন তোমাদের বিশালতা নিয়ে গর্ব করো আমরা গর্ব করি আমাদের লাল সবুজের পতাকা নিয়ে। প্রিয় আটলান্টিক আমরা আবার আসবো আরো বড়ো লাল সবুজের পতাকা নিয়ে। সে পর্যন্ত তুমিও অপেক্ষায় থেকো আটলান্টিক। সূত্র: যুগান্তর।

শেয়ার করুন: