শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতি

বাংলাদেশ লীগ অব আমেরিকার  বর্ণিল থ্যাংকস গিভিং উদযাপন

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩১, ৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ লীগ অব আমেরিকার  বর্ণিল থ্যাংকস গিভিং উদযাপন

ছবি - নবযুগ

বাংলাদেশ লীগ অব আমেরিকা থ্যাংকস গিভিং ডে ২০২৫ বর্ণিলভাবে উদযাপন করেছে। গত ২৯ নভেম্বর উডহ্যাভেনের জয়া পার্টি হলে প্রবাসের প্রাচীনতম সামাজিক-সাংস্কৃতিক এ সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহিদা সিকদার হাই ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটিকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং সবাইকে নিয়ে একসঙ্গে সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ লীগ অব আমেরিকার ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি হলো: প্রধান উপদেষ্টা বেদারুল ইসলাম বাবলা। উপদেষ্টা এমাদ চৌধুরী, শাহীন চৌধুরী, নুরুল আমীন ও আমানুল্লাহ। সভাপতি শাহিদা সিকদার হাই, সহ-সভাপতি সৈয়দ মুকুল হক, আনোয়ারুল হক লাভলু, দেলোয়ার চৌধুরী দিল, শেখ আতিকুল ইসলাম। সাধারণ সম্পাদক সৈয়দ সাকিল হক, সহ-সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, অর্থ সম্পাদক আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক লুসি হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম, উম্মে মারিয়ম, অফিস সম্পাদক শীলা মুহিত, প্রচার সম্পাদক হাফিজা হুসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বিউটি ইয়াসমিন, অনামিকা জাহান, খেলাধুলা সম্পাদক লায়েকুল মুরাদ, সাধারণ সদস্য, প্রফেসর গোলাম মোহাম্মাদ মুহিত, শামীম আহমদ, শওকত হুসেন, নুরুন হামিদ সিমু, শাকিলা রাফাফিল।
থ্যাংকস গিভিং ডে উদযাপন অনুষ্ঠানে পারর্ফম করে বাংলাদেশ লীগ অব আমেরিকার ইয়ূথ ফোরাম। আরহাম ওয়াদুদের উপস্থাপনায় সংগীত পরিবেশন করে রাইসা জেরিন, আরাফ হাসান, দানিয়া সৈয়দ দিয়া। নৃত্য পরিবেশনা করে মুন হাই, লিওনা মুহিত, রাইসা জেরিন।
রাত ৯টায় শুরু হয় সবার প্রতীক্ষিত “হাসুন আর ভাবুন” ইন্টারেকটিভ পর্বটি!
সহ-সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদের পরিচালনায় এবং শীলা মুহিত ও সাকিল হকের এর উপস্থাপনায় অতিথিরা অংশ নেন এক প্রাণবন্ত ও ব্যতিক্রমী সেশনে।
অংশগ্রহণ করেন এমাদ চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, শাহীন চৌধুরী, নুরুল আমিন, মুকুল হক, শেখ আতিক, ফকির ইলিয়াস, ফারহানা ইলিয়াস তুলি, শেখ সিরাজসহ আরও অনেকে।
হাস্যরস, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অতিথিরা উপভোগ করেন অসাধারণ অভিজ্ঞতা। এই পর্ব শেষে সংগঠনের সভাপতি শাহিদা সিকদার হাই একটি মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।
এরপর প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টার্কি ডিনার। সুস্বাদু খাবার, সুন্দর পরিবেশ এবং সৌহার্দ্যময় আড্ডায় ডিনার পর্ব ছিল অত্যন্ত উপভোগ্য। ডিনারের পর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক পর্ব। এক এক করে মঞ্চে আসেন অতিথি শিল্পীরা এবং শ্রোতাদের অনুরোধে পরিবেশন করেন তাদের পছন্দের গান।
অংশগ্রহণ করেন লিপি রজারিও, কানিজ ফাতেমা পাপড়ি, তাহরিনা পারভিন প্রীতি, শারমিন আক্তার রেক্সনা, এজাজ আলম। পরিচালনা করেন  লুসি হাসান ও হাফিজা হুসেন। মিউজিক সহায়তায় ছিলেন অর্থ সম্পাদক আলী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানা ফেরদৌস, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, নবযুগ সম্পাদক সাহাবু উদ্দিন সাগর, লেখক/ কবি ফকির ইলিয়াস, সাংবাদিক মাহবুব রহমান, শেখ সিরাজ, কবি ফারহানা ইলিয়াস তুলি প্রমুখ। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাকিল হক।
 

শেয়ার করুন: