শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিলম্বে হলেও কমিউনিটিতে নেতৃত্বদানকারীদের মূল্যায়ন

মামদানির ট্রানজিশন টিমে ৯ বাংলাদেশি 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৭, ২৮ নভেম্বর ২০২৫

মামদানির ট্রানজিশন টিমে ৯ বাংলাদেশি 

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নিউইয়র্ক সিটি হলে দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ১৭টি ট্রান্সিশন কমিটিতে ৪০০ জনেরও বেশি সদস্য নিয়োগ দিয়েছেন। এই ট্রানজিশন টিমে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশিকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

তারা হলেন- নিউইয়র্ক পুলিশের সদ্য সাবেক লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভালো’র নির্বাহী প্রধান শাহরিয়ার রহমান, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, জনসংগঠক মোহাম্মদ করিম চৌধুরী, নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, ফারিরা আক্তার, আরমান চৌধুরী, তাজিন আজাদ ও সামতলী হক। 
ট্রানজিশন টিমের ৪০০ জনের তালিকায় ৯ জন বাংলাদেশি ছাড়াও ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয় রয়েছেন। ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্ডো-কারিবিয়ান ছাড়াও ইমরান পাশা নামের একজন। তিনি কোন দেশের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
ট্রানজিশন কমিটিগুলো আবাসন, পরিবহন, কমিউনিটি সেফটি, অর্থনৈতিক উন্নয়ন, সরকারি কার্যক্রম, অভিবাসী ন্যায়বিচার ও প্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্র নিয়ে কাজ করবে। মামদানি ওয়ার্কার জাস্টিস ও কমিউনিটি অর্গানাইজিং, এই দুটি নতুন কমিটিও যোগ করছেন, যা পূর্ববর্তী কোনো মেয়রাল ট্রানজিশনে ছিল না।
ট্রানজিশন টিমে গৃহহীনদের নিয়ে কাজ করা আউটরিচ কর্মী থেকে শুরু করে রিয়েল এস্টেট ডেভেলপার, শ্রম ইউনিয়ন নেতা থেকে কমিউনিটি অর্গানাইজার, বিভিন্ন পটভূমির মানুষকে এক করা হয়েছে। মামদানি বলেন, তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরের সব দিকের মতামত শুনতে বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘নিউইয়র্কবাসী আমাদের ওপর একটি বিশাল আশা ও প্রত্যাশা রেখেছেন, যে পথচিত্র আমরা একসাথে তৈরি করতে যাচ্ছি। তাদের আশা, সিটি হল এমন বাস্তব ও স্পষ্ট ফলাফল দেবে যা এই পাঁচ বরোর কর্মজীবী মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে।’
সিটি হল নির্বাচন জয়ের এক মাসেরও কম সময়ের মধ্যে মামদানির ট্রান্সিশন টিম ৭০ হাজারেরও বেশি রেজুমি পেয়েছে। এখন এই ধারাবাহিক কমিটিগুলো সম্ভাব্য সিটি হল অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে টিমকে পরামর্শ দেবে এবং সমসাময়িক নানা ইস্যু ও নীতিনির্ধারণে দিকনির্দেশনা দেবে। আবাসন, পরিবহনসহ প্রচলিত বিভাগগুলোর পাশাপাশি টিমে ওয়ার্কার জাস্টিস ও কমিউনিটি অর্গানাইজিং যুক্ত করা হচ্ছে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের ভৈরবী দেশাই ওয়ার্কার জাস্টিস কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন। 
 

শেয়ার করুন: