শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মেরি জোবাইদার  নির্বাচনী অফিস  উদ্বোধন

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৪৯, ২৮ নভেম্বর ২০২৫

মেরি জোবাইদার  নির্বাচনী অফিস  উদ্বোধন

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলী সদস্য পদপ্রার্থী বাংলাদেশি-আমেরিকান মেরি জোবাইদার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ৩৬-৫০ ৩৮ স্ট্রীট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১ ঠিকানায় গত ১৬ নভেম্বর রোববার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

এসময় মেরি জোবায়দা সহ বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, নিউকো’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ চৌধুরী রানা, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ) সভাপতি জয়নাল আবেদীন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এবাদ চৌধুরী, শামসুল হক, আমিন মেহেদী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সহ অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে মেরী জোবাইদা তার বক্তব্যে তাকে সার্বিকভাবে সহযোগিতা ও সমর্থন করার জন্য উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জয় হবেই। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় শুধু বাংলাদেশী কমিউনিটি নয়, অন্যান্য কমিউনিটিও তাকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছেন। তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জয় নিশ্চিত করবে। 
অনুষ্ঠানে উপস্থিত সকলে দলমত নির্বিশেষে মেরী জোবাইদা-কে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং নির্বাচন পরিচালনার জন্য ফান্ড রেইজিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। 
এদিকে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু মেরী জোবাইদা-কে এনডোর্সমেন্ট করেছেন। অপরদিকে মেরী জোইদা প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। মসজিদে মসজিদে, গ্রোসারীতে, রাজপথে চলছে লিফলেট বিতরণ। 
উল্লেখ্য, অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর সদস্য জোহরান মামদানী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হওয়ায় এই আসনে মেরী জোবাইদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
 

শেয়ার করুন: