শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এনওয়াইপিডিতে  সাজেদুর রহমানের  পদোন্নতি

নিউইয়র্ক

প্রকাশিত: ১৩:২২, ৫ ডিসেম্বর ২০২৫

এনওয়াইপিডিতে  সাজেদুর রহমানের  পদোন্নতি

ছবি: সংগৃহীত

পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বিশেষ কয়েকটি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদের মধ্যে লেফট্যানেন্ট স্পেশাল অ্যাসাইমেন্ট পদটি অন্যতম। সম্প্রতি এ পদে পদোন্নতি পেলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য্যালয়ের সাবেক মেধাবী ছাত্র সাজেদুর রহমান। 

২৫ শে নভেম্বর (মঙ্গলবার) নিউইর্য়কের ম্যানহাটানের পুলিশ হেডকোয়ার্টারে তিনি এই পদোন্নতি পান। জাকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন এনওয়াইপিডির বর্তমান পুলিশ কমিশনার জেসিকা টিশ। এদিকে এনওয়াইপিডিতে শাবির সাবেক মেধাবী ছাত্রের এই অনন্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন আমেরিকায় বসবাসরত শাবিপ্রবির প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সাস্ট এলামনাই এসোসিয়েশন অব ইউ.এস.এ ইনক।  
এছাড়া একইদিনে পুলিশ অফিসার থেকে ৯ জন বাংলাদেশি সার্জেন্ট, সার্জেন্ট থেকে লেফট্যানেন্ট পদে পদোন্নতি পেয়েছেন আরো ৩ জন বাংলাদেশি। অনুষ্টানে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), জ্যামাইকা ইন্টিগ্রেডেট বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন) এর সদসদ্যবৃন্দ। 
একই বিশ্ববিদ্য্যালয়ের প্রাক্তন ছাত্র এস.এম. হক পত্রিকাকে জানান, লেফট্যানেন্ট সাজেদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য্যালয়ের ১৯৯৪-৯৫ সেশনের ছাত্র ছিলেন। নিউইর্য়ক পুলিশ বিভাগের লেফট্যানেন্ট স্পেশাল অ্যাসাইমেন্ট পদে এই প্রথম বিশ্ববিদ্য্যালয়ের কোন প্রাক্তন ছাত্রের পদায়ণ। কেমিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড পলিমার সায়েন্স (সি.ই.পি) বিভাগের ২য় ব্যাচের ছাত্র সাজেদুর রহমান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে ডিভি লটারীতে আমেরিকায় অভিবাসী হন। পরে তিনি নিউইর্য়ক স্টেট বিশ্ববিদ্যালয়ের অধীনে ওল্ড ওয়েস্টবারী থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রী অর্জন করেন। ২০০৮ সালে নিউইর্য়ক পুলিশ বিভাগে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন । এরপর ২০১৬ সালে পদোন্নতি পেয়ে সাজের্ন্ট এবং ২০২১ সালে লেফট্যানেন্ট হিসেবে পদোন্নতি পান। লেফট্যান্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বিভাগের ক্রিমিনাল জাস্টিস ব্যুরোর (সিজেবিতে) এডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং বিশেষ দক্ষতার দরুণ তিনি এ মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি পান। একসময় তিনি বিভাগের ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপর্চ্যুনিটি ( ই.ই.ও ) এর অধীনে তদন্তকারী সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠনর্  জীবন এর উপদেষ্টামন্ডলীর সদস্য। 
যশোরের বাঘাপাড়ার দহাকুলো গ্রামের প্রয়াত বদর উদ্দিন বিশ্বাস ও প্রয়াত রিজিয়া খাতুনের ছেলে লেফট্যানেন্ট সাজেদুর রহমান । তিনি যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার দুই কন্যা ও সহধর্মিনী নিয়ে কুইন্সে বসবাস করেন। 
লেফট্যানেন্ট সাজেদুর রহমান বলেন, ‘আমি বিশ্বাস করি , সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি এবং আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই’। 
 

শেয়ার করুন: