মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জামালপুর জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য বনভোজন

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

জামালপুর জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য বনভোজন

ছবি - নবযুগ

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার জর্জেস আইল্যান্ড পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে সংগঠনের সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এতে সকলে স্বাগত জানান সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক  মোহাম্মদ মসিউর রহমান।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব, এনটিভির যুক্তরাষ্ট্র ব্যুরো চিফ ফরিদ আলম, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সোসাইটি নেতা ডিউক খান, জামালপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ফরিদ আলম, বনভোজন কমিটির কনভেনর মো. সেলিম রেজা, মেম্বার সেক্রেটারি উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি, প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম, সমন্বয়কারী মো: ন্রূ ই আলম প্রমুখ। সার্বিক নির্দ্দেশনায় ছিলেন শফিক গেন্দা, জিল্লুর রহমান, ফরিদ আলম, ডিউক খান। বনভোজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী মরিয়ম মারিয়া ও সজীব প্রমুখ। বনভোজনে ছিল র‌্যাফেল ড্র। এছাড়া শিশু ও পুরুষদের নানা প্রতিযোগিতা এবং মহিলাদের পিলুপাসিং। দিনব্যাপী বনভোজনে বন ও পাহাড়ের হিমেল হাওয়ায় আনন্দ করেন সকলেই।  
 

শেয়ার করুন: