
ছবি - নবযুগ
নিউইয়র্কের নায়াগ্রা ফলস। বিশ্বের সপ্তম আশ্চর্য্যের একটি আশ্চর্য্য। এটি বিশ্বের পর্যটন আকৃষ্ট শহর। এবার সেই শহরে ইতিহাস গড়লো উত্তর আমেরিকার ঐতিহ্যবাহী সংগঠন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা)। লেবার ডে উইক্যান্ডে নায়াগ্রা ফলসের শেরাটন হোটেলের বলরুমে ফোবানার সুন্দর, অনিন্দ্য আয়োজন আগে কেউ কখনো দেখেনি বলে মন্তব্য করেছেন বাফেলো এবং নায়াগ্রার বাংলাদেশিরা। গত ২৯, ৩০ ও ৩১ আগস্ট শুক্র, শনি ও রোববার আয়োজিত ৩৯তম ফোবানা কনভেনশনের অনুষ্ঠানে ছিল মানুষের উপচেপড়া ভিড়। শত শত মানুষ হলে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়েও অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানের শেষ রাত রোববার সংগীতানুষ্ঠান উপভোগ করতে মানুষ রাত সোয়া দুইটা পর্যন্ত হলে বসেছিল। আর ওই সময়ও বলরুম ছিল দর্শকভর্তি। একজনও হল ছাড়েনি প্রিতমের গান শেষ না হওয়া পর্যন্ত।
২৯ আগস্ট সম্মেলনের উদ্বোধন হলেও ৩০ আগস্ট, শনিবার ছিল ফোবানার পিক সেশন। পুরো নায়াগ্রা ফলস এলাকা বাংলাদেশিদের উৎসবের আবরণে ছেঁয়ে যায়। সম্মেলনের প্রধান আর্কষণ ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সংগীতে ছিলেন আসিফ আকবর, প্রিতম ও প্রতীক। দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন নায়াগ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনো। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। এ সম্মেলনের তিন দিনের অনুষ্ঠানমালায় বক্তব্য দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, এআই এক্সাপার্ট ড. বদরুল খান প্রমুখ। প্রতিদিনই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান শাহ নেওয়াজ, ফোবানার এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজম, ফোবানার নবনির্বাচিত
চেয়ারম্যান গিয়াস আহমেদ, কনভেনশনের কনভেনর ময়নুল হক চৌধুরী হেলাল।
উদ্বোধনী দিন শুক্রবার সন্ধ্যায় বলরুমের সামনে রঙিন ফিতা কেটে কনভেনশনের উদ্বোধন করেন বাংলাদেশের চিন্তক ও গবেষক ড. সলিমুল্লাহ খান। এসময় বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান শাহ নেওয়াজ, এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজম, নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস আহমেদ, সাবেক চেয়ারম্যান আলী ইমাম, ট্রেজারার ফিরোজ আহমেদ, মেম্বার সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল প্রমুখ। উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীতশিল্পী হাফিজুর রহমানের নেতৃত্বে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার বিকেলে আয়োজন করা হয় জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যত নিয়ে সেমিনার। এতে মূল বক্তা ছিলেন ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, ফোবানার নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস আহমেদ, সাবেক চেয়ারম্যান আলী ইমাম, চেয়ারম্যান শাহ নেওয়াজ ও সেমিনার কমিটির চেয়ারম্যান ইলিয়াস মিয়া। সেমিনারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে বিষদ আলোচনা হয়।
সন্ধ্যার পর বলরুমের মূল মঞ্চে রঙিন ফিতা কেটে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নায়াগ্রা ফলসের মেয়র রবার্ট রেস্টাইনো। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান, চেয়ারম্যান শাহ নেওয়াজ, কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজম, নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল। এসময় ৩৯তম ফোবানা কনভেনশন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘জলপ্রপাত’ এর মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচনের পর সকলকে ধন্যবাদ জানান ম্যাগাজিন কমিটির চেয়ারম্যান শাহাব উদ্দিন সাগর। সংগীতানুষ্ঠানে দর্শক মাতান আসিফ আকবর, রানো নেওয়াজ, অনিক রাজ, শিমুল, রেশমি মির্জা, সজীব প্রমুখ। নান্দনিক নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি।
প্রধান অতিথির বক্তব্যে ড. সলিমুল্লাহ খান বলেন, প্রবাসে বাংলাদেশের কৃষ্টি ও কালচারকে তুলে ধরতে ফোবানার আয়োজন প্রশংসার দাবী রাখে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির যে ধারা আমি দেখেছি তাতে মুগ্ধ হয়েছি। তিনি বলেন, দূর পরবাসে থাকলেও মাতৃভূমির প্রতি টান এবং দরদকে প্রাধান্য দিতে হবে।
অনুষ্ঠানের শেষ দিন ছিল কনভেনশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এ দিন দুপুরের পর অনুষ্ঠিত হয় স্টিয়ারিং কমিটির বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান শাহ নেওয়াজ। অংশ গ্রহণ করেন স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে এক্সিকিউটিভি মেম্বার সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, গিয়াস আহমেদ, ড. আবু জুবায়ের দারা, ডা. মাসুদুর রহমান, ট্রেজারার ফিরোজ আহমেদ, নিশান রহিম, শাহাব উদ্দিন সাগর, এনায়েত আলী, ওয়াহিদ কাজী এলিন, তারেক হাসান খান, তোফায়েল আহমেদ, বিলাল চৌধুরী, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, দেওয়ান আজিম, ইলিয়াস মিয়া, মোহাম্মদ হাসান ও আনোয়ার হোসেন। বৈঠকে ২০২৬ -২০২৭ সালের জন্য গিয়াস আহমেদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি, কাজী সাখাওয়াত হোসেন আজম সিনিয়র ভাইস চেয়ারম্যান, শাহাব উদ্দিন সাগর জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি এবং ওয়াহিদ কাজী এলিন ট্রেজারর নির্বাচিত হন। স্টিয়ারিং কমিটির প্রথম সদস্য পদাধিকার বলে সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ। নতুন কমিটির নির্বাচিত পাঁচ জন এবং তিন জন সাবেক চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ হোসনে খান, আলী ইমাম, ডা. মাসুদুর রহমান এবং সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ মিলে নতুন স্টিয়ারিং কমিটি ও পরবর্তী কনভেনশনের স্থান পরে ঘোষণা করবেন বলে জানানো হয়।
বিকেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান শাহ নেওয়াজ, নতুন চেয়ারম্যান গিয়াস আহমেদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, সাবেক চেয়ারম্যান আলী ইমাম। সেমিনার সঞ্চালনা করেন সেমিনার কমিটির চেয়ারম্যন ইলিয়াস মিয়া। সন্ধ্যার পর মূল মঞ্চে আয়োজন করা হয় সংগীতনুষ্ঠানের। এতে সংগীত পরিবশেন করেন তরুণ প্রজন্মের হার্টথ্রবশিল্পী প্রিতম। তার গান শুনতে রাত সোয়া ২ টা পর্যন্ত হলভর্তি দর্শক ছিল। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবশেন করেন রানো নেওয়াজ, প্রতিক হাসান, অনিক রাজ, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুবু, রেশমি মির্জা, সজীব ও অপু প্রমুখ। প্রিতম হাসানের গানের আগে ছিল নৃত্যাঞ্জলির নান্দনিক পরিবেশনা। সংগীতানুষ্ঠানের ফাঁকে স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ ও নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন চেয়ারম্যান শাহ নেওয়াজ। তিন দিনের অনুষ্ঠান উপস্থাপনা করেন শারমিন সিরাজ সোনিয়া। তাকে সহযোগিতা করেন মেম্বার সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল। অনুষ্ঠানে ছিল গ্রাম বাংলার পুঁথি ও কবিতা আবৃত্তির আয়োজনও। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মির্জা মামুন ও সোহেল হাওলাদারসহ নেতৃবৃন্দ।
ফোবানা কনভেনশনে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রথমবারের মতো নায়াগ্রা ফলসে ফোবানা কনভেনশন নিয়ে অনেক সংশয় ছিল। শেষ পর্যন্ত সেই সংশয় দূর হয়েছে। ইতিহাস গড়েছে ফোবানা। উপস্থিত সকলে বলেছেন নায়াগ্রাতে এতো সুন্দর অনিন্দ্য আয়োজন আগে কেউ কখনো দেখেনি। অনুষ্ঠানের প্রেজেন্টবাই ছিল গোল্ডেন এজ হোম কেয়ার। মিডিয়া পার্টনার ছিল আজকাল, নবযুগ, ইনকিলাব ও এনটিভি। অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক চেয়ারম্যান আবু জুবায়ের দারা। তিন দিনের অনুষ্ঠানের ছবি তুলেছেন নিহার সিদ্দিকী ও আহসান পলাশ।