
ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ঐহিত্যবাহী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানার ৩৯তম কনভেনশনে আগামী ২০২৬-২০২৭ ইংরেজির জন্য ফোবানার জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। গত রোববার স্টিয়ারিং কমিটির বৈঠকে নিউইয়র্কের উদীয়মান ব্যবসায়ী, কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব শাহাব উদ্দিন সাগরকে এ পদে নির্বাচিত করা হয়।
শাহাব উদ্দিন সাগর নিউইয়র্কস্থ চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার নির্বাচন কমিশনার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা, বাংলাদেশি টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ইউএসএ’র উপদেষ্টা, ভাসানী ফাউন্ডেশনের ৫ম আন্তর্জাতিক সম্মেলনের মেম্বার সেক্রেটারি ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাপ্তাহিক নবযুগ, নবযুগ টিভি, জাবাল আল নূর ট্রাভেল, নবযুগ মাল্টিমিডিয়া, ইউনিক এক্সপ্রেস ও সাগর ফাউন্ডেশনের কর্ণধার।