মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৩৯তম ফোবানা কনভেনশনের পর প্রতিক্রিয়া

আমরা সফল হয়েছি: শাহ  নেওয়াজ ও কাজী আজম

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

আমরা সফল হয়েছি: শাহ  নেওয়াজ ও কাজী আজম

ছবি - নবযুগ

নায়াগ্রা ফলসে ৩৯তম ফোবানা কনভেনশন সম্পন্ন হওয়ার পর এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি এবং কনভেনর সাখাওয়াত হোসেন আজম নবযুগকে বলেছেন, আমরা সফল হয়েছি।

আমরা ইতিহাস গড়েছি। স্টিয়ারিং কমিটির নেতৃত্বে  এই প্রথমাবের মতো কনভেনশন আয়োজন হয়েছে। সকল শঙ্কা দূর করে আমরা রেকর্ড করেছি। আমরা নায়াগ্রা ফলসে বাফেলো, নায়াগ্রা, নিউইয়র্ক সিটি, কানাডার বিভিন্ন এলাকা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের কনভেনশনে আনতে সক্ষম হয়েছি। তিন দিনের অনুষ্ঠান ছিল সুন্দর ও অনিন্দ্য। 
তারা বলেন, আমরা ফোবানার সকলের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞ ড. আবু জুবায়ের দারার প্রতি, যিনি না হলে এতো বড়ো একটি কনভেনশন সফল করা সম্ভব হতো না। আমরা স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য। 
 

শেয়ার করুন: