
ছবি: সংগৃহীত
বাংলা বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল নিউইয়র্কে একটি বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৭ মার্চ, শুক্রবার সন্ধে ৭ টায় জাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায় সভায় নিউইয়র্কের সকল স্বেচ্ছাসেবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের দুইজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বিনীত আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও বিস্তারিত জানতে (৩৪৭) ৫৯৩-০৫০৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।