শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইঁদুর দমন নিয়ে সেপ্টেম্বরে  সম্মেলন

হেলিম আহমেদ

প্রকাশিত: ১৮:৩২, ১৭ মে ২০২৪

ইঁদুর দমন নিয়ে সেপ্টেম্বরে  সম্মেলন

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির ইঁদুরদের সাবধান হওয়ার সময় এসেছে। এই আগামী সেপ্টেম্বরেই নগরীতে ইঁদুর দমন নিয়ে সম্মেলন হতে যাচ্ছে। অ্যাকাডেমিক গবেষক, মিউনিসিপ্যাল পোস্ট কন্ট্রোল মানেজার এবং অন্যান্য বিশেষজ্ঞরা ১৮ ও ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে একত্রিত হবেন ইঁদুর দমনের উপায় বের করতে। মেয়র এরিক অ্যাডামস বুধবার এ তথ্য জানিয়েছেন।

ইঁদুর নিউইয়র্ক সিটির জন্য মহাসমস্যা হিসেবে দেখা দিয়েছে। এগুলো দমনের জন্য ২০২৩ সালের এপ্রিলে ‘র‌্যাট জার’ নাম নগরীর প্রথম ইঁদুর দমন ম্যানেজার হিসেবে ক্যাথলিন কর‌্যাডিকে নিয়োগ করা হয়েছে। তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাতে উৎপাত কিছুটা কমেছে। কিন্তু তবুও সমস্যা রয়ে গেছে। তা সমাধানের জন্যই এই উদ্যোগ।
অ্যাডামস বলেন, নিউইয়র্কবাসী হয়তো জানে না যে আমি কতটা ইঁদুর ঘৃণা করি। 
সংবাদ সম্মেলনে ইঁদুর দমনে তিনি তার সাফল্যও উপস্থাপন করেন। তিনি জানান, বার্ষিক হিসাবে ইঁদুর কমছে প্রায় ১৪ ভাগ করে। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। তিনি আরো কঠোর হতে চান। তিনি জানান, শত্রুকে পরাজিত করার সবচেয়ে ভালো উপায় হলো, শত্রুকে জানা। এ কারণেই বিশেষজ্ঞদের নিয়ে এই সম্মেলন হতে যাচ্ছে। ইঁদুর কিভাবে আরো ভালোভাবে দমন করা যায়, তা নিয়ে তারা মতামত দেবেন।
 

শেয়ার করুন: