বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

খালেদা জিয়ার  রোগমুক্তি  কামনায়  দোয়া মাহফিল

নিউইয়র্ক 

প্রকাশিত: ২২:৪৬, ৫ এপ্রিল ২০২৪

খালেদা জিয়ার  রোগমুক্তি  কামনায়  দোয়া মাহফিল

ছবি - নবযুগ

যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে। মাহফিলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরোত্তম) এর বিদেহী আতœার মাগফেরাত এবং দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতায় জিয়ার অবদান অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করছে এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে ক্ষমতার জোরে নিজেদের মতো করে ইতিহাস তৈরী করছে। দেশপ্রেমিক জনগন এই ইতিহাস মানবে না এবং একদিন প্রকৃত ইতিহাস সবার সামনে উঠে আসবে। বক্তারা বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি-ই দেশপ্রেমিক দল। বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে আরো শক্তিশালী করে শেখ হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার আনেন্দালন জোরদার করার আহ্বান জানান। 
সিটির জ্যাকসন হাইটসের একটি হলে বুধবার (২৭ মার্চ) এই মাহফিলের আয়োজন করা হয়। কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, গেষ্ট অব অনার ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য মিজানুর রহমান ভূইয়া (মিল্টন) এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় জাসাস’র আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও বিএনপি নেত্রী রিটা রহমান। 
প্রথম পর্বে ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মওলানা ইব্রাহীম। যৌথভাবে এই পর্ব পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও মোশাররফ হোসেন সবুজ।   
ইফতার ও মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোশাররফ হোসেন সবুজ। উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, খন্দকার ফরহাদ, মোহাম্মদ সুরুজ্জামান ও মোহাম্মদ সেলিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 
অনুষ্ঠানে দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সাবেক ছাত্রনেতা ডা. আব্দুস সবুর, এডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, আব্দুস সবুর, সৈয়দ আকিকুর রহমান ফরুক, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার শেখ শাহজাহান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, যুবদল নেতা শাহ আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাস’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিরর, মোহাম্মদ জসিম মৃধা, কাজি মনির হোসেন, রাশেদ রহমান, সোহেল আহমেদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদনাজমুল হোসাইন মুন্সী, আজিজুল বারী তিতাস, হুমায়ুন কবীর, মিল্টন হোসেন, মোহাম্মদ শেখ সিদ্দিক, মাস্টার মুসতাক আহম্মদ, জাহাঙ্গীর আলম, মহিলাদল নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

শেয়ার করুন: