ছবি - নবযুগ
মূলধারার রাজনীতিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা, জেবিবিএ’র প্রেসিডেন্ট এবং ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদের লং আইল্যান্ডের বাড়িতে গিয়েছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।
গত মঙ্গলবার সন্ধ্যার পর মেয়র গিয়াস আহমেদের বাড়িতে যান। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান গিয়াস আহমেদ, তার স্ত্রী নুসরাত আহমেদ নিপা, পুত্র সন্তান তাকি ও কন্যা তাসমিয়া। মেয়র বাড়িতে প্রবেশ করেই সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে মেয়র দায়িত্ব নেয়ার পর ভঙ্গুর সিটিকে কিভাবে পুনরুদ্ধার করেছেন সে বিষয়টি তুলে ধরেন এবং বাংলাদেশি কমিউনিটির ভূয়শী প্রশংসা করেন। তার নির্বাচনসহ সব যাত্রায় বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন মেয়র এরিক এডামস। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মেয়র এডামসের ভাই ব্রায়ন এডামস, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা আবদুল লতিফ সম্রাট, বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল, ইর্স্টান ইনভেস্টমেন্টের কর্ণধার নুরুল আজিম, সারা হোম কেয়ারের শাহাজাদী, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, বারী হোম কেয়ারের চেয়াম্যান মুনমুন হাসিনা বারী, তাহমিনা, প্রিয়া, চৌধুরী, মোহাম্মদ আজাদ, আল আমিন, জাহাঙ্গীর জয় প্রমুখ।
এ সংক্রান্ত বিস্তারিত খবর.. পাতায়