
ফাইল ছবি
বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নিউইয়র্ক আগমন উপলক্ষে নিউইয়র্কের জামাইকায় স্টার কাবাব রেস্টুরেন্টে বৃহত্তর বরিশালবাসীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জহির উদ্দিন স্বপনকে মিডিয়া সেলের আহ্বায়ক মনোনীত করায় বরিশালবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সভাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারক শাহিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, জাফর তালুকদার, মোশারফ হোসেন সবুজ, রুহুল আমিন নাসির, রেজবুল কবির, মাসুদ হোসেন, মাজাহারুল ইসলাম মিরন, অহিদুজ্জামান নিলু, মনিরুল ইসলাম, মিল্টন লস্কর, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ রেজা প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন পৃথিবীব্যাপী দলের প্রচার-প্রচারণায় নেতাকর্মীদের আরো বেশি সক্রিয় হবার আহ্বান জানান।