বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ওয়াশিংটন ডিসিতে দেয়া হয় এ রায় 

ডিপোর্টের মুখে থাকাদের  জন্য তহবিল বন্ধ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:০৭, ১৮ এপ্রিল ২০২৫

ডিপোর্টের মুখে থাকাদের  জন্য তহবিল বন্ধ

ছবি: সংগৃহীত

ডিপোর্ট কিংবা অভিবাসন আদালতে মামলার মুখে থাকা ব্যক্তিদের জন্য আইনি শিক্ষার কর্মসূচির তহবিল সাময়িকভাবে বন্ধ করার জন্য বিচার বিভাগকে অনুমতি দিয়েছে ফেডারেল বিচারক। ইউএস ডিস্ট্রিক্ট বিচারক র‌্যান্ডলফ ডি মস ওয়াশিংটন ডিসিতে এই রায় দেন। এর ফলে যেসব অমুনাফামূলক গ্রুপ অভিবাসীদের আইনি লড়াইয়ের সুবিধা দিয়ে থাকে, তাদের ফেডারেল তহবিল পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এমনকি ডিটেনশন সেন্টারে থাকা সম্ভাব্য মক্কেলদের কাছে যাওয়ার অধিকারও তারা হারাতে পারেন।

নতুন ব্যবস্থার ফলে অবৈধ অভিবাসীরা আরো সমস্যায় পড়ে যাবেন। কারণ ফৌজদারি মামলায় নিজের ব্যয়ে আইনজীবী নিয়োগ করতে না পারলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। কিন্তু অভিবাসন আদালত ও ডিটেনশন সেন্টারগুলোতে ওই সুবিধা নেই।
চলতি বছর কংগ্রেস চারটি কর্মসূচির জন্য ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এগুলো হলো লিগ্যাল অরিয়েন্টেশন কর্মসূচি, ইমিগ্রেশন কোর্ট হেল্পডেস্ক, ফ্যামিলি গ্রুপ লিগ্যাল অরিয়েন্টেশন এবং কাউন্সিল ফর চিল্ড্রেন ইনিশিয়েটিভ। এসব গ্রুপ উপ-ঠিকাদারদের মাধ্যমে দেশব্যাপী এসব অর্থ ছড়িয়ে দিয়ে থাকে।
বিচার বিভাগ প্রথমে ২২ জানুয়ারি অমুনাফামূলক প্রতিষ্ঠানগুলোকে সাথে সাথে কাজ বন্ধ করে দিতে বলে। তারা এ ব্যাপারে অবৈধ অভিবাসীদের টার্গেট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কথা উল্লেখ করে।
এর এক সপ্তাহ পরে অমুনাফামূলক গ্রুপগুলো এর বিরুদ্ধে মামলা করে। কিন্তু আদালত এই মামলা খারিজ করে সরকারি আদেশই বহাল রাখে।
 

শেয়ার করুন: