সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জননিরাপত্তার চেয়ে জনগণের সামনে চেহারা  দেখানোকে অগ্রাধিকার দিচ্ছেন মেয়র 

নিউইয়র্ক সিটিতে ‘বড় অপরাধ’  বেড়েছে নজিরবিহীন মাত্রায়

নবযুগ রিপোর্ট

আপডেট: ২৩:২৪, ৫ এপ্রিল ২০২৪

নিউইয়র্ক সিটিতে ‘বড় অপরাধ’  বেড়েছে নজিরবিহীন মাত্রায়

প্রতীকী ছবি

নিউইয়র্ক সিটিতে মারাত্মক অপরাধ দুই দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থায় উপনীত হয়েছে। মেয়র এরিক অ্যাডামস অপরাধ কমছে বলে দাবি করা সত্ত্বেও নিউইয়র্ক পুলিশ নজিরবিহীন মাত্রার কথা উল্লেখের রেকর্ড প্রকাশ করেছে।

পুলিশ বিভাগের তথ্যানুযায়ী, অ্যাডামসের আমলে টানা দ্বিতীয় বছরের মতো সার্বিক অপরাধ বেড়েছে। এমনকি হামলার সংখ্যা রেকর্ড করা ইতিহাস সূচনার পর থেকে প্রথমবারের মতো ২৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।
খুন, ধর্ষণ, ডাকাতি, হামলা, চুরি, গাড়ি চুরি ইত্যাদিকে গুরুতর অপরাধ ধরা হয়। ২০২৩ সালে সাতটি গুরুতর অপরাধের সংখ্যা বেড়ে হয়েছে ১২৭,১১১টি। ২০০৬ সালের পর এটাই সর্বোচ্চ।
সিটি হল অবশ্য যুক্তি দিচ্ছে যে মডারেট ডেমোক্র্যাট অ্যাডামস মেয়র হওয়ার পর থেকে পুলিশি কার্যক্রমের ফলে খুন এবং বন্দুক সহিংসতা কমছে। 
সাবেক পুলিশ ক্যাপ্টেন অ্যাডামস অপরাধ দমনের জন্য কঠোর ফৌজদারি বিচার ব্যবস্থা কার্যকর করার আহ্বান জানিয়েছেন। কিন্তু ডেমোক্রেটিক নেতৃত্বও তার এই প্রস্তাবে আমল দিচ্ছেন না।
তবে সাম্প্রতিক সময়ে মেয়র তার প্রশাসনের ঢোল বেশ জোরেসোরে বাজিয়ে বলে যাচ্ছেন যে অপরাধ দমনে ‘আমাদের কৌশলে’ কাজ হচ্ছে।
তিনি জানান, ২০২৩ সালের বছর শেষের তথ্যে দেখা যাচ্ছে যে সার্বিক বড় অপরাধ .৩ ভাগ কমেছে।
কিন্তু নিউইয়র্ক পুলিশের তথ্য ভিন্ন চিত্র সামনে এনেছে।
হালনাগাদ করার পর ২ এপ্রিল যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় :
২০২৩ সালে খুন হয়েছে ৩৯১টি, যা ২০২২ সালের চেয়ে ১০.৭ ভাগ বেশি।
ধর্ষণ হয়েছে ১,৪৬৫টি, যা বছরের শেষ দিকের হিসাব থেকে চারটি বেশি তবে ২০২২ সালের চেয়ে ১০.৭ ভাগ কম।
ডাকাতি হয়েছে ১৬,৯৩৪টি, যা ১ জানুয়ারি থেকে ৩২ ভাগ বেশি এবং ২০২২ সাল থেকে ২.৯ ভাগ কম। 
বড় চুরি হয়েছে ৫০,৭৬১টি। বছর শেষের তুলনায় প্রায় ২০০টি বেশি এবং ২০২২ সাল থেকে ২ ভাগ কম।
অপরাধ ২০২৪ সালেও কম হচ্ছে না। চলতি বছরের প্রথম দুই মাসে সাবওয়ে ক্রাইম গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ২০ ভাগ। একই সময়ে বড় ধরনের চুরি ২২ ভাগ, দৈহিক আক্রমণ ১৭ ভাগ, ডাকাতি ১২ ভাগ বেড়েছে।
চলতি বছর ইতোমধ্যেই সাবওয়ে সিস্টেমে দুটি খুন হয়ে গেছে। গত বছর এই পর্যায় পর্যন্ত হয়েছিল মাত্র একটি খুন।
সার্বিক পরিসংখ্যানে দেখা যায়, সামগ্রিক অপরাধ ১৮.৩ ভাগ বেড়েছে। তবে গ্রেফতারও বেড়েছে। সেটা বেড়েছে ৪৪ ভাগ।
এদিকে অপরাধ দমনের দিকে নজর দিয়েছেন খোদ গভর্নর ক্যাথি হোকুল। তিনি সাবওয়ে সিস্টেমে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রায় এক হাজার নিউইয়র্ক ন্যাশনাল গার্ডম্যান, স্টেট পুলিশ এবং এমটিএ পুলিশ মোতায়েনের কথা ঘোষণা করেছেন।
নিউইয়র্ক সিটিতে অপরাধ বাড়ার জন্য পুলিশ বাহিনী এবং মেয়রের অপ্রয়োজনীয় দিকে বেশি সময় দেওয়াকে অনেকে দায়ী করছেন।
কাউন্সিলম্যান লিংকন রেস্টলার (ডি-ব্রুকলিন) নিউইয়র্ক পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন যে পুলিশের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে মদ্যপান দমনের দিকে বেশি নজর দিয়ে আসল কাজ এড়িয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ‘মেয়র অ্যাডামস জননিরাপত্তার চেয়ে জনগণের সামনে চেহারা দেখানোকে অগ্রাধিকার দিচ্ছেন।’ পুলিশের কয়েকটি সূত্রও এই অভিমতের সাথে একমত প্রকাশ করছে।
 

শেয়ার করুন: