শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্রুকলিনে ছাদে সুইমিং পুল, মালিককে ৫০ হাজার ডলার জরিমানা!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪০, ১৩ আগস্ট ২০২২

ব্রুকলিনে ছাদে সুইমিং পুল, মালিককে ৫০ হাজার ডলার জরিমানা!

ব্রুকলিনে ছাদে সুইমিং পুল, মালিককে ৫০ হাজার ডলার জরিমানা!

ছাদে বিশাল এক সুইমিং পুল বানানোর অভিযোগে ব্রুকলিনের এক বাড়ির মালিক ৫০ হাজার ডলার জরিমানার মুখে পড়েছেন। কর্তৃপক্ষ তিনতলা বাড়িটির মালিকের বিরুদ্ধে দুটি নিয়ম লঙ্ঘন করার অভিযোগ এনেছে।

ছবিতে দেখা যায়, ৪৮০ বর্গফুটের পুলটি ছিল চার ফুট গভীর। এতে প্রায় ৬০ হাজার টন পানি ধারণ করা যেত। বাসিন্দারা বাড়ির ছাদেই সাঁতার কাটার যে স্বপ্ন দেখছিলেন, নগর কর্তৃপক্ষের অভিযানে তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

ডিওবি টুইটে জানায়, ‘নিউইয়র্ক এখন গরম। আমরা জানি। তবে প্লিজ কেউ অনুমতি না নিয়ে এবং কাজটি যথাযথভাবে করার জন্য পেশাদার লোক নিয়োগ না করে কাজটি করবেন না।

তারা আশঙ্কা করছেন, এত বিপুল ওজন ছাদে স্থাপন করার আগে চিন্তা করা দরকার, ভবনটি এর ভার বহন করতে পারবে কিনা।

অবশ্য, সুইমিং পুলটি বাড়ির মালিক নির্মাণ করেছিলেন নাকি ভাড়াটেরা নিজেরাই কাজটি করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আশপাশের লোকজন জানিয়েছেন, তারা কয়েকটি শিশুকে ছাদে দেখেছেন। তারা জানান, মাসখানেক আগে এটি বানানো হয়েছিল।

বাড়ির মালিককে আগামী ডিসেম্বরে মামলায় হাজিরা দিতে হবে।

শেয়ার করুন: