মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

তুর্কি ক্লাবের সেই প্রেসিডেন্ট গ্রেপ্তার

প্রকাশিত: ২১:১০, ১৩ ডিসেম্বর ২০২৩

তুর্কি ক্লাবের সেই প্রেসিডেন্ট গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

তুর্কির শীর্ষ পর্যায়ের লিগ ম্যাচে রেফারিকে ঘুষি মেরেছিলেন আঙ্কারাগুরুর প্রেসিডেন্ট ফারুক কোকা। ওই ঘটনায় ক্লাবটির প্রেসিডেন্টকে গেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

তুর্কির লিগে আঙ্কারাগুরু ও রেজিসপোরের মধ্যকার ম্যাচটি ৯৭ মিনিটে গোল খায় আঙ্কারাগুরু। ম্যাচটি সমতা হয়ে যায়। ওই সময় মেজাজ হারিয়ে আঙ্কারাগুরুর প্রেসিডেন্ট মাঠে ঢুকে রেফারি হালিল উমুত মেলের’কে ঘুষি মারেন।

তিনি মাটিয়ে লুটিয়ে পড়ার পর অন্যরা তাকে লাথি মারেন। ওই ঘটনায় রেফারিকে হাসপাতালে ভর্তি করা হয়। তুর্কি ফুটবল ফেডারেশন তাৎক্ষনিক তুরস্কের সকল ধরনের ফুটবল স্থগিত করে। 

ঘুসি মারার ঘটনায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো নিন্দা প্রকাশ করেন। এছাড়া তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান নিন্দা জানান। 

হামলার শিকার হওয়া রেফারি হালিল উমুত বলেন, ‘ফারুক কোকা আমার বাম চোখ বরাবর ঘুষি মারেন। আমি মাটিতে পড়ে গেলে অন্যরা এলোপাথারি লাথি মারতে থাকেন। এসময় কোকা আমাকে শেষ করে ফেলার ও খুন করার হুমকি দেন।’

শেয়ার করুন: