শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ

ঢাকা অফিস

প্রকাশিত: ২২:৫৪, ১৮ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহোর সাক্ষাৎ।

বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। সেখানে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। 

রোনালদিনহো বুধবার কলকাতা থেকে ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে নেমে বিকাল ৪টার দিকে হোটেলে পৌঁছান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। 

এরপর আবার ফিরে আসেন হোটেলে। সেখানে একটা অনুষ্ঠানে এক ঘণ্টার মতো সময় দেওয়ার পর ঢাকা ছেড়ে যান ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো। 

অনেকটা নিরবেই ঢাকা ছাড়লেন তিনি। বাংলাদেশ ব্রাজিলের ফুটবল ভক্তের বাইরেও রোনালদিনহোর অগণিত ভক্ত আছেন। তাদের সঙ্গে সাক্ষাতের কোন সেশন রাখা হয়নি। এমনকি হোটেলে আয়োজিক অনুষ্ঠানে সাংবাদিক প্রবেশেও ছিল কড়াকড়ি। সব মিলিয়ে বাংলাদেশে তার ভক্ত কেমন সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেলেন না তিনি।

শেয়ার করুন: