মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

গ্রিন কার্ড ব্যাকলগ বেড়েই চলেছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩০, ২০ জানুয়ারি ২০২৩

গ্রিন কার্ড ব্যাকলগ বেড়েই চলেছে

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসে গ্রিনকার্ড ব্যাকলগ . ভাগ বেড়েছে। ন্যাশনাল ভিসা সেন্টারের (এনভিসি) তথ্যে দেখা যাচ্ছে, ইমিগ্র্যান্ট ভিসা (আইভি) ব্যাকলগ আগের মাসের ৩৭৭,৯৫৩ থেকে বেড়ে জানুয়ারিতে হয়েছে ৩৮৬,৭৮৭।

এনভিসির তথ্যমতে, যেসব গ্রিন কার্ড আবেদনকারীর বিষয়টি দাফতরিকভাবে সম্পন্ন হয়ে সাক্ষাতকারের তারিখ নির্ধারণ করা হয়েছে, তাদের সংখ্যা প্রায় ১২ হাজার বেড়েছে। আগের ৪১১,৩৫৯ থেকে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২,৯৫৪। আর ডিসির সংখ্যা ২০২১ সালের জুলাই মাস থেকে হ্রাস পাচ্ছে।

ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে গ্রিন কার্ড সাক্ষাতকারের শিডিউল প্রায় তিন হাজার বেড়েছে। ডিসেম্বরের চেয়ে জানুয়ারির এনভিসি শিডিউল বেড়েছে ৩৬,১৬৭। সংখ্যাটি ছোট হলেও গ্রিন কার্ড ব্যাকলগ হ্রাস পাওয়াটা সুখবর হিসেবে গণ্য হয়।

শেয়ার করুন: