ছবি: সংগৃহীত
নিরাপত্তা হুমকি এবং জনস্বাস্থ্য ঝুঁকির কারণ দেখিয়ে অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় বন্ধে নিয়ম ঘোষণা করেছে ডিএইচএস এবং ডিওজে।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ফেডারেল রেজিস্টারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্পষ্ট করা হয়েছে যে, নির্দিষ্ট জনস্বাস্থ্য জরুরি অবস্থার কারণে কোনো অভিবাসী যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপদ হিসেবে গণ্য হন, তবে তারা রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) বা বহিষ্কারাদেশ স্থগিতের জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন।
ডিএইচএস এবং বিচার বিভাগ (ডিওজে) ২০২০ সালের ডিসেম্বরে ‘সিকিউরিটি বারস অ্যান্ড প্রসেসিং’ চূড়ান্ত নিয়মটি প্রকাশ করেছিল, তবে এর কার্যকর হওয়ার তারিখ ক্রমাগত বিলম্বিত হচ্ছিল। হালনাগাদ করা এই চূড়ান্ত নিয়মে বিভাগগুলো ২০২০ সালের নিয়ম থেকে কিছু সেকেলে সংশোধনী প্রত্যাহার করে নিয়েছে, তবে জনস্বাস্থ্য-সংক্রান্ত ব্যবহারিক বিধানগুলো অপরিবর্তিত রেখেছে।
এই পরিবর্তনের ফলে জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রেক্ষাপটে জনস্বাস্থ্য ঝুঁকিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করে রাজনৈতিক আশ্রয় এবং বহিষ্কারাদেশ স্থগিতের ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষমতা ডিএইচএস ও ডিওজের হাতেই থাকবে। ২০২৫ সালের এই চূড়ান্ত নিয়মটি ৩১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
গত ২ ডিসেম্বর, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস একটি ব্যাপক পর্যালোচনার স্বার্থে বর্তমানে অমীমাংসিত সকল রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ওপর স্থগিতাদেশ জারি করেছে। ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারগুলোকে সমর্থন করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই চূড়ান্ত নিয়মটি একটি অতিরিক্ত পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য হলো, যারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে এমন অভিবাসীদের যেন রাজনৈতিক আশ্রয় বা দেশ থেকে বহিষ্কারাদেশ স্থগিতের সুযোগ দেওয়া না হয়।

















