বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২ বিমানবন্দরে  সবচেয়ে সংক্রামক  ভাইরাস 

নবযুগ রিপোর্ট

আপডেট: ১৫:৩২, ২ জানুয়ারি ২০২৬

২ বিমানবন্দরে  সবচেয়ে সংক্রামক  ভাইরাস 

ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুর দিকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যাতায়াতকারী একজন যাত্রীর শরীরে হাম শনাক্ত হয়েছে- যা বিশ্বের অন্যতম সংক্রামক রোগ। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নিউ জার্সি স্বাস্থ্য বিভাগের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ওই আক্রান্ত যাত্রী গত ১২ ডিসেম্বর বিমানবন্দরের টার্মিনাল বি ও সিতে অবস্থান করেছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তারা বিজ্ঞপ্তিতে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘হামের লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রচ- জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হয়ে পানি পড়া এবং শরীরে র‌্যাশ বা ফুসকুড়ি, যা সাধারণত লক্ষণ শুরু হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখা দেয়।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘এই র‌্যাশ সাধারণত মুখের হেয়ারলাইন বা চুলের রেখার কাছে সমতল লাল দাগ হিসেবে শুরু হয় এবং ধীরে ধীরে ঘাড়, ধড়, হাত, পা এবং পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে।’
ভাইরাসটি কীভাবে ছড়ায়?
এ বায়ুবাহিত ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে ছড়াতে পারে। এমনকি আক্রান্ত ব্যক্তি কোনো এলাকা ছেড়ে চলে যাওয়ার পর দুই ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি সেখানে বাতাসে ভেসে থাকতে পারে।
কর্মকর্তারা অনুরোধ করেছেন, কেউ যদি মনে করেন যে তিনি ভাইরাসের সংস্পর্শে এসেছেন, তবে কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতালে যাওয়ার আগে যেন অবশ্যই স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে ফোনে যোগাযোগ করেন।
নিউ জার্সি স্বাস্থ্য বিভাগ বর্তমানে স্থানীয় কর্মকর্তাদের সাথে মিলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের খুঁজে বের করার কাজ করছে এবং অতিরিক্ত কেউ আক্রান্ত হয়েছে কি না তা শনাক্ত করার চেষ্টা করছে।
ঝুঁকিতে কারা?
এনজেডিওএইচ জানিয়েছে, যারা পূর্ণ ডোজ টিকা নেননি অথবা অতীতে কখনো হামে আক্রান্ত হননি, তারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্যমতে, হাম অত্যন্ত সংক্রামক হলেও একবার আক্রান্ত হলে কয়েক দশকের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে টিকার দুটি ডোজ সারা জীবনের জন্য সুরক্ষা বা ইমিউনিটি প্রদান করে।
বর্তমান পরিস্থিতি
এ বছর নিউ জার্সিতে এখন পর্যন্ত ১১ জন হামে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এএএ-এর তথ্যমতে, এ বছরের ছুটির মৌসুমে আমেরিকা জুড়ে রেকর্ড ৮.০৩ মিলিয়ন যাত্রী বিমানে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে, যা ভাইরাস ছড়ানোর ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
 

শেয়ার করুন: