
ছবি: সংগৃহীত
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, শাটডাউনের ফলে সরকারি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকার গত সপ্তাহে অভিবাসীদের আটক করার নতুন ব্যবস্থার কথা ঘোষণা করার প্রেক্ষাপটে কর্মকর্তারা অভিবাসীদের গ্রেফতার অব্যাহত রেখেছেন, ডিটেনশন সেন্টারগুলোও চালু রয়েছে।
তবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অন্তত একটি দল কাজ করছে না। সেটি হলো অফিস অব ডিটেনশন ওভারসাইট। ডিটেনশন সেন্টারগুলোতে আটক অভিবাসীরা নিরাপদ ও মানবিক আচরণ পাচ্ছে কিনা তা তদারকির দায়িত্ব এই দলের।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) মুখপাত্র ট্রিশিয়া ম্যঅকলফিন এক ইমেইলে নিশ্চিত করেছেন যে পুরো অফিস অব ডিটেনশন ওভারসাইটেক ছুটিতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, ডেমোক্র্যাটরা দ্রুত সরকার চালু করবে, যাতে এই অফিস তার কাজ আবার শুরু করতে পারে।’
উল্লেখ্য, শাটডাউনের ফলে অনেক ফেডারেল এজেন্সি অল্পসংখ্যক অত্যাবশ্যক কর্মী দিয়ে কাজ চালাচ্ছে। অন্যদিকে ডিএইচএস বেশ ভালো অবস্থানে রয়েছে। গত জুলাই মাসে সীমান্ত নিরাপত্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্টের জন্য তাদের জন্য ১৭০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল। হোয়াইট হাউসের পরিচালক রাসেল ভাউট গত মাসে এক মোমোতে বলেন, যেসব এজেন্সি ব্যয় বিল থেকে তহবিল পেয়েছে, তারা শাটডাউনের সময়ও ওই তহবিল ব্যবহার করে কাজ চালিয়ে যেতে পারবে।
এজেন্সিটি তাদের ওয়েবসাইটে ২৯ সেপ্টেম্বর জানিয়েছে, শাটডাউনের সময় তারা তাদের কর্মীদের মাত্র ৮ শতাংশকে অর্থাৎ ২২,৮৬২ জনকে ছুটিতে পাঠাবে বলে ধারণা করছে। আর ৫৯ শতাংশ কর্মী কর্মস্থলে থাকবেন। কারণ তারা ‘জীবন ও সম্পত্তি’ রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আর বাকি ৩৩ শতাংশ কর্মীকে অন্যান্য কাজে থাকতে হবে। তাদের দায়িত্বের মধ্যে থাকবে আইন দ্বারা ‘স্পষ্টভাবে অনুমোদিত’ বা ‘অপরিহার্যভাবে অনুমিত’ কার্যক্রম সম্পাদন করার জন্য প্রয়োজনীয়।
এদিকে আইসিইর এক মুখপাত্র তাদের সংস্থাটি কোন কোন ইউনিটকে ছুটিতে পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন।
এদিকে, সরকার কর্তৃক নতুন ডিটেনশন সেন্টারগুলো দ্রুত চালু করা অব্যাহত রয়েছে। শাটডাউনের প্রথম দিন বুধবার, ওকলাহোমার একটি প্রাক্তন কারাগারে ২,১৬০ জন অভিবাসীকে রাখার জন্য একটি নতুন চুক্তির ঘোষণা করেছে।
এই সুবিধাটির জন্য মার্কিন করদাতাদের বছরে প্রায় $১০০ মিলিয়ন খরচ হবে — যা আইসিইর প্রায় ৭৬০ কর্মচারীকে নিয়োগ দেওয়ার খরচের সমান।