সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অ্যাডামসের

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ১২ অক্টোবর ২০২৫

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অ্যাডামসের

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন যে নিউ ইয়র্ক সিটি রাজ্য সরকারের চলমান মামলাকে সমর্থন জানিয়ে একটি অ্যামিকাস ব্রিফ দাখিল করেছে। এই মামলার লক্ষ্য হলো ট্রাম্প প্রশাসনকে মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি থেকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টকে সাবওয়ে সিস্টেমে সন্ত্রাস-দমন পুলিশিংয়ের জন্য বরাদ্দ করা ১২ মিলিয়ন ডলার অনুদানের তহবিল বাতিল করা থেকে বিরত রাখা।

এই ব্রিফে ফেডারেল সরকার যেটির বিরোধিতা করছে, সিটি নিউ ইয়র্ক বনাম নোয়েম  মামলায় রাজ্যটির অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে।
মেয়র অ্যাডামস বলেন, ‘সাবওয়ে সিস্টেম আমাদের শহরের লাইফ ব্লাড, যা এটিকে দেশের অন্যতম বড় সন্ত্রাসী লক্ষ্যে পরিণত করে। তাই প্রতিদিনের ৫৫ লাখ যাত্রীকে রক্ষা করার ক্ষেত্রে ১২ মিলিয়ন ডলার তো দূরের কথা, আমরা এক ডলারও হারাতে পারি না। বিশ্বজুড়ে চরমপন্থী আচরণ চলছে, এবং এই তহবিলগুলো আমাদের শহরের প্রত্যেকের নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় সক্রিয় ও প্রতিক্রিয়াশীল উভয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেডারেল সরকারের বিপজ্জনক তহবিল কর্তন বন্ধ করার লড়াইয়ে আমাদের রাজ্য অংশীদারদের সমর্থন জানাতে আমরা এই অ্যামিকাস ব্রিফ দাখিল করেছি।’
নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন কাউন্সেল মুরিয়েল গুড-ট্রুফ্যান্ট বলেন, ‘গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সন্ত্রাস-দমন প্রচেষ্টাকে সমর্থনকারী ফেডারেল তহবিল কর্তন করা সমস্ত নিউ ইয়র্কবাসীকে বিপন্ন করে। ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক সিটিকে তাদের নীতিগত অগ্রাধিকার মেনে চলার জন্য বাধ্য করতে ব্যাপক ক্ষয়ক্ষতি, সম্পত্তির গুরুতর ক্ষতি এবং জনগণের আতঙ্ক ঝুঁকির মধ্যে ফেলছে। উঐঝ সেক্রেটারির বেআইনি ও বিপজ্জনক পদক্ষেপকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত।’
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্ক রাজ্য জানতে পারে যে ইউ.এস. ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ঘোষণা করেছেন যে ফেডারেল সরকার ট্রানজিট সিকিউরিটি গ্র্যান্ট প্রোগ্রামের অধীনে বরাদ্দ করা তহবিল প্রত্যাহার করছে, যা মূলত আসন্ন আর্থিক বছরের জন্য এমটিএকে দেওয়া হয়েছিল। এনওয়াইপিডি মূলত শহরের সাবওয়ে সিস্টেমের জননিরাপত্তার জন্য দায়ী, যা এমটিএর ট্রানজিট নেটওয়ার্কের একটি অংশ, এবং এমটিএ সাবওয়েতে সন্ত্রাস-দমন পুলিশিংয়ের জন্য অনুদান পুরস্কারের ১২ মিলিয়ন ডলার এনওয়াইপিডিকে দেওয়ার পরিকল্পনা করেছিল। এই তহবিল ব্যবহার করে এনওয়াইপিডি বিস্ফোরক এবং রাসায়নিক ও তেজস্ক্রিয় অস্ত্র সনাক্তকরণ, প্রাথমিক আক্রমণগুলি চিহ্নিত ও প্রতিরোধ করা, সাবওয়েতে সক্রিয় শুটার হামলায় সাড়া দেওয়ার জন্য ট্রানজিট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া এবং সন্ত্রাসী ঘটনাগুলোতে কার্যকরভাবে সাড়া দেওয়ার জন্য ইউনিটগুলিকে প্রশিক্ষণ ও সহায়তা করে।
 

শেয়ার করুন: