
ছবি: সংগৃহীত
১. এনওয়াইপিডির বিভাগীয় প্রধানের অবসরগ্রহণ
এনওয়াইপিডির বিভাগীয় প্রধান জন সেল অবসরগ্রহণ করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পুলিশ বাহিনীতে তার তিন দশকের ক্যারিয়ারের অবসান ঘটল। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সর্বোচ্চ পদবির ইউনিফর্মদারী অফিসার হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন ক্রাইম কন্ট্রোল বিভাগের প্রধান মাইকেল লিপেত্রি। পুলিশ কমিশনার জেসিকা টিশ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
২. নিউ ইয়র্কের বেকার বিমার সর্বোচ্চ বেনিফিট রেট বাড়ছে
নিউ ইয়র্কের সর্বোচ্চ সাপ্তাহিক বেকার বিমা বেনিফিট রেট বাড়ছে। আগামী সপ্তাহ থেকেই তা কার্যকর হবে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেনিফিট ৫০৪ ডলার থেকে বেড়ে হয়েছে ৮৬৯ ডলার। ফেডারেল সরকারের কাছে রাজ্যের ৭ বিলিয়ন ডলারের বেকার বিমা ঋণ থাকায় কয়েক বছর ধরেই বেকার কর্মীদের সর্বোচ্চ হার ৫০৪ ডলারেই সীমিত ছিল। উচ্চতর করের মাধ্যমে মহামারির সময় থেকে চেপে বসা এই ঋণের বোঝা বহন করেছেন ব্যবসায়ীরা।
৩. সরকারে অচলাবস্থা, গোপন আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রে শাটডাউন (অচল) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এর সমাধানের সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। প্রকাশ্যে এ নিয়ে কোনো দরকষাকষিও দেখা যাচ্ছে না। তবে পর্দার আড়ালে গোপন আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, শাটডাউনের কারণে ক্যাপিটল ভবনে ভিজিটরদের প্রবেশ বন্ধ হয়ে গেছে। একটি প্রত্যাখ্যাত পরিকল্পনা নিয়ে ভোট দিতে ব্যর্থ হয়ে একই স্থানে আটকা পড়ে আছে সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীদের গণহারে বরখাস্ত করার এবং বাকিদের বেতন দিতে অস্বীকার করার হুমকি দিচ্ছেন।
৪. কমের নির্দোষ দাবি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের বাগে আনতে বিচার বিভাগীয় প্রয়াস-সংশ্লিষ্ট একটি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমে। তার আইনজীবীরা ইঙ্গিত দিয়েছেন যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ফলে এটি খারিজ করে দেওয়া উচিত। মামলাটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কারণ, এতে বলা হয়েছে যে ট্রাম্প বিরোধীদের শায়েস্তা করার অস্ত্র হিসেবে বিচার বিভাগকে ব্যবহার করেছেন।
৫. নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন
নিউ ইয়র্ক সিটির ভোটাররা ৪ নভেম্বর মঙ্গলবার তাদের মেয়র নির্বাচন করার জন্য ভোট দেবেন। অবশ্য আগাম ভোট শুরু হবে ২৫ অক্টোবর শনিবার এবং এটি শেষ হবে ২ নভেম্বর রোববার।
০০০
বেকার বিমা বেড়ে ৮৬৯ ডলার
নবযুগ রিপোর্ট
নিউ ইয়র্কে বেকার বিমার সাপ্তাহিক সর্বোচ্চ সুবিধা বৃদ্ধির হার ৫০৪ ডলার থেকে বেড়ে ৮৬৯ ডলার হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হচ্ছে। রাজ্যের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাস মহামারির সময় ফেডারেল সরকারের কাছে রাজ্যের ৭০০ কোটি ডলারের বেকার বিমা জমে যাওয়ার ফলে বেকার কর্মীদের সর্বোচ্চ হারটি কয়েক বছর দরেই ৫০৪ ডলারে স্থির ছিল। মহামারির শুরু থেকেই এই ঋণের বোঝা মূলত বর্ধিত করের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বহন করছিল।
রাজ্যের আইনপ্রণেতারা চলতি বছরের শুররু দিকে রাজ্যের বাজেটে ওই ৭০০ কোটি ডলারের বকেয়া ঋণ অন্তর্ভুক্ত করেন এবং জুনে ওই অর্থ পরিশোধ করেন। ২৫ বিলিয়ন ডলারের ফেডারেল প্রণোদনা তহবিলের অর্থ বেকার কর মওকুফের জন্য ব্যবহার করতে ব্যর্থ হওয়ার পর যে দুটি রাজ্যে কোভিড-সংক্রান্ত ফেডারেল বেকার বিমা ঋণ বাকি ছিল, তার একটি ছিল নিউ ইয়র্ক।
রাজ্য শ্রম কমিশনার রবার্টা রিয়ার্ডন এক বিবৃতিতে বলেছেন, ‘সাপ্তাহিক বেকার বিমার সর্বোচ্চ সুবিধা বাড়ানোর ফলে চাকরি হারানো নিউ ইয়র্কবাসীরা উপকৃত হবে। এই ঐতিহাসিক বৃদ্ধি আরো অনেক মানুষকে তাদের চরম প্রয়োজনের সময় নিজেদের খরচ মেটাতে সহায়তা করবে।
এই বর্ধিত হার ১৩ অক্টোবর শুরু হওয়া সাপ্তাহিক পেমেন্টের সাথে কার্যকর হবে। অনেক গ্রাহক সর্বোচ্চ হারে না থাকলেও তারাও এই বৃদ্ধির সুফল পাবে বলে আশা করা হচ্ছে। একজন কর্মী একটি নির্দিষ্ট বেস পিরিয়ডে ঠিক কত উপার্জন করেছেন, তার ওপর ভিত্তি করে সাপ্তাহিক সুবিধার পরিমাণ নির্ধারিত হয়ে থাকে।