ছবি: সংগৃহীত
শরতের শেষের দিকে শ্বাসতন্ত্রের রোগ বেড়ে যায়। এর মধ্যে ফ্লু এবং কোভিড-১৯ অন্তর্ভুক্ত। ছয় মাস বা তার বেশি বয়সী সকল নিউ ইয়র্কবাসীকে এই দুটির বিরুদ্ধেই টিকা নেওয়ার জন্য জোরালভাবে উৎসাহিত করা হচ্ছে।
এনওয়াইসি হেলথ + হসপিটালস-এর ডা. অ্যান্ড্রু ওয়ালাখ ‘নিউজ অল ডে’-তে যোগ দিয়েছিলেন টিকা এবং শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধের বিষয়ে কথা বলার জন্য।

















